কলকাতা: রহস্য সমাধানের 'নাক' রয়েছে আপনার? দুর্নীতি বা অপরাধের আঁচ আগে থেকেই পেয়ে যান? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইতে চলছে কর্মী নিয়োগ।
ফাইল ছবি।
অবসরপ্রাপ্ত পুলিশকর্মী, যারা ইন্সপেক্টর বা তার থেকে উচ্চপদে কর্মরত ছিলেন, তারা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপরাধমূলক তদন্তে। আবেদনের তারিখ- ২ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সিবিআইয়ের এই শূন্যপদে আবেদন করার শেষ তারিখ ৫ জানুয়ারি, ২০২৩।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্য়ালয় থেকে স্নাতক হতে হবে। কর্মস্থান- যাদের এই শূন্যপদে নিয়োগ করা হবে, তাদের কর্মস্থল কলকাতাতেই হবে।
বেতন- সিবিআইয়ের কনসাল্টেন্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬৪ বছর হতে পারবে।
এই পদে আবেদনের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আগ্রহী আবেদনকারীরা অফলাইনে এই শূন্যপদে আবেদন করতে পারেন। লিখিত আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়- হেড অব জ়োন সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, কলকাতা জ়োন, ১৫ তল, দ্বিতীয় এমএসও বিল্ডিং, ২৩৪/৪, এজেসি বোস রোড, কলকাতা-৭০০০২০