Premier League: টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার মগডালে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা।

| Edited By: | Updated on: Aug 14, 2022 | 2:53 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। উল্লেখ্য, চলতি মরসুমটা প্রিমিয়ার লিগের ৩০তম বছর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) নেমেছিল বর্নমাউথের (Bournemouth) মুখে। মরসুমের শুরুটা ওয়েস্ট হ্যামকে হারিয়ে করেছিল ম্যান সিটি। দ্বিতীয় ম্যাচে ৪ গোলে বর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। উল্লেখ্য, চলতি মরসুমটা প্রিমিয়ার লিগের ৩০তম বছর। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

1 / 5
১৯ মিনিটের মাথায় আর্লিং হালান্ডের পাস থেকে বর্নমাউথের বিরুদ্ধে প্রথম গোল করেন ম্যান সিটির ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

১৯ মিনিটের মাথায় আর্লিং হালান্ডের পাস থেকে বর্নমাউথের বিরুদ্ধে প্রথম গোল করেন ম্যান সিটির ইল্কে গুন্দোগান (Ilkay Gundogan)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

2 / 5
শুরুতেই ১-০ পিছিয়ে যাওয়ার পর, ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

শুরুতেই ১-০ পিছিয়ে যাওয়ার পর, ম্যাচের ৩১ মিনিটের মাথায় ফিল ফডেনের পাস থেকে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 5
বর্নমাউথের বিরুদ্ধে ফডেন-ব্রুইনদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো ছিল। প্রথমে ব্রুইনকে অ্যাসিস্ট করেছিলেন ফডেন। এরপর ৩৭ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল জালে জড়ান ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

বর্নমাউথের বিরুদ্ধে ফডেন-ব্রুইনদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো ছিল। প্রথমে ব্রুইনকে অ্যাসিস্ট করেছিলেন ফডেন। এরপর ৩৭ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল জালে জড়ান ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 5
৭৯ মিনিটের মাথায় জেফারসন লেরমার আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার সিটি এগিয়ে যায় ৪-০। এই নিয়ে পরপর দুটো ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

৭৯ মিনিটের মাথায় জেফারসন লেরমার আত্মঘাতী গোলে ম্যাঞ্চেস্টার সিটি এগিয়ে যায় ৪-০। এই নিয়ে পরপর দুটো ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। (ছবি-প্রিমিয়ার লিগ টুইটার)

5 / 5
Follow Us: