Chess Olympiad 2022: দাবার বোর্ডের আদলে সাজল আস্ত ব্রিজ, চেস অলিম্পিয়াড ঘিরে ভিশি-র রাজ্যে উৎসবের মেজাজ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jul 27, 2022 | 8:19 PM

দাবা জ্বরে ভুগছে বিশ্বনাথন আনন্দের রাজ্য তামিলনাড়ু। বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হচ্ছে দাবা অলিম্পিয়াডের আসর। এই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের এত বড় কোনও টুর্নামেন্ট বসছে দেশের মাটিতে। ৪৪তম চেস অলিম্পিয়াড ঘিরে গোটা তামিলনাডু জুড়ে সাজ সাজ রব। রাত পোহালেই শুরু হয়ে যাবে চৌষট্টি খোপের লড়াই।

Jul 27, 2022 | 8:19 PM
দাবা জ্বরে ভুগছে বিশ্বনাথন আনন্দের রাজ্য তামিলনাড়ু। বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হচ্ছে দাবা অলিম্পিয়াডের আসর। এই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের এত বড় কোনও টুর্নামেন্ট বসছে দেশের মাটিতে। ৪৪তম চেস অলিম্পিয়াড ঘিরে গোটা তামিলনাডু জুড়ে সাজ সাজ রব। রাত পোহালেই শুরু হয়ে যাবে চৌষট্টি খোপের লড়াই। (ছবি: টুইটার)

দাবা জ্বরে ভুগছে বিশ্বনাথন আনন্দের রাজ্য তামিলনাড়ু। বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হচ্ছে দাবা অলিম্পিয়াডের আসর। এই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের এত বড় কোনও টুর্নামেন্ট বসছে দেশের মাটিতে। ৪৪তম চেস অলিম্পিয়াড ঘিরে গোটা তামিলনাডু জুড়ে সাজ সাজ রব। রাত পোহালেই শুরু হয়ে যাবে চৌষট্টি খোপের লড়াই। (ছবি: টুইটার)

1 / 7
আন্তর্জাতিক স্তরের এই দাবা টুর্নামেন্টের জন্য চেন্নাইয়ের মহাবলিপুরম কনভেনশন সেন্টার ঝাঁ চকচকে হয়ে উঠেছে। ইতিমধ্যেই দেশ-বিদেশের দাবা প্রতিযোগীরা মহাবলিপুরমে এসে পৌঁছেছেন। ভারতের মাটিতে পা রেখে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। পাশাপাশি চেন্নাইয়ে উৎসবমুখর পরিবেশ তাঁদের অবাক করেছে।(ছবি: টুইটার)

আন্তর্জাতিক স্তরের এই দাবা টুর্নামেন্টের জন্য চেন্নাইয়ের মহাবলিপুরম কনভেনশন সেন্টার ঝাঁ চকচকে হয়ে উঠেছে। ইতিমধ্যেই দেশ-বিদেশের দাবা প্রতিযোগীরা মহাবলিপুরমে এসে পৌঁছেছেন। ভারতের মাটিতে পা রেখে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। পাশাপাশি চেন্নাইয়ে উৎসবমুখর পরিবেশ তাঁদের অবাক করেছে।(ছবি: টুইটার)

2 / 7
প্রতিযোগীদের শেরাটনের মহাবলিপুরমের বিলাসবহুল কালদান সমুদ্র প্যালেসে রাখা হয়েছে। জার্মান চেস স্পোর্টস ডিরেক্টর কেভিন হগি হোটেলের ছবি টুইট করে ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। স্প্যানিশ দাবা গ্র্যান্ডমাস্টার ফ্রান্সিসকো ভ্যালিও পোনস টুইটারে চেস অলিম্পিয়াডের প্রস্তুতির ব্যপক প্রশংসা করেন। প্রতিযোগিতা যেখানে খেলা হবে সেই মহাবলিপুরম কনভেনশন সেন্টারের ছবি টুইট করেছেন।(ছবি: টুইটার)

প্রতিযোগীদের শেরাটনের মহাবলিপুরমের বিলাসবহুল কালদান সমুদ্র প্যালেসে রাখা হয়েছে। জার্মান চেস স্পোর্টস ডিরেক্টর কেভিন হগি হোটেলের ছবি টুইট করে ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন। স্প্যানিশ দাবা গ্র্যান্ডমাস্টার ফ্রান্সিসকো ভ্যালিও পোনস টুইটারে চেস অলিম্পিয়াডের প্রস্তুতির ব্যপক প্রশংসা করেন। প্রতিযোগিতা যেখানে খেলা হবে সেই মহাবলিপুরম কনভেনশন সেন্টারের ছবি টুইট করেছেন।(ছবি: টুইটার)

3 / 7
চেস প্রোমোটার ডেভিড লাডা চেস অলিম্পিয়াড ভেনুর ছবি টুইট করে লেখেন, "৬১টি দেশে গিয়েছি। তবে আমার বর্তমান ফেভারিট দেশ ভারত। ভারতের আতিথেয়তায় মুগ্ধ আমি।"(ছবি: টুইটার)

চেস প্রোমোটার ডেভিড লাডা চেস অলিম্পিয়াড ভেনুর ছবি টুইট করে লেখেন, "৬১টি দেশে গিয়েছি। তবে আমার বর্তমান ফেভারিট দেশ ভারত। ভারতের আতিথেয়তায় মুগ্ধ আমি।"(ছবি: টুইটার)

4 / 7
দাবা বোর্ডের আদলে সাদা-কালো চৌকৌ খোপে সেজে উঠেছে চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ। তামিলনাডু সরকার ঠিক করেছে, চেস অলিম্পিয়াডের মেডেলে থাকবে মামাল্লাপুরমের স্থাপত্যের নিদর্শন। (ছবি: টুইটার)

দাবা বোর্ডের আদলে সাদা-কালো চৌকৌ খোপে সেজে উঠেছে চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ। তামিলনাডু সরকার ঠিক করেছে, চেস অলিম্পিয়াডের মেডেলে থাকবে মামাল্লাপুরমের স্থাপত্যের নিদর্শন। (ছবি: টুইটার)

5 / 7
কয়েকদিন আগে চেস অলিম্পিয়াডের থিম সং প্রকাশিত হয়েছে। গ্র্যামি এবং অস্কার বিজয়ী সঙ্গীত কম্পোজার এ আর রহমান অ্যানথেমটির কম্পোজ করেছেন। থিম সংয়ের নাম 'ভনক্কম চেন্নাই'। ভিডিওতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে দেখা গিয়েছে।(ছবি: টুইটার)

কয়েকদিন আগে চেস অলিম্পিয়াডের থিম সং প্রকাশিত হয়েছে। গ্র্যামি এবং অস্কার বিজয়ী সঙ্গীত কম্পোজার এ আর রহমান অ্যানথেমটির কম্পোজ করেছেন। থিম সংয়ের নাম 'ভনক্কম চেন্নাই'। ভিডিওতে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে দেখা গিয়েছে।(ছবি: টুইটার)

6 / 7
২০২০ সালে অগস্টে চেস অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। তবে কোভিড ১৯-এর জন্য স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার চেস অলিম্পিয়াডের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিযোগিতা শেষ হবে ১০ অগাস্ট। (ছবি: টুইটার)

২০২০ সালে অগস্টে চেস অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। তবে কোভিড ১৯-এর জন্য স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার চেস অলিম্পিয়াডের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিযোগিতা শেষ হবে ১০ অগাস্ট। (ছবি: টুইটার)

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla