Chess Olympiad 2022: দাবার বোর্ডের আদলে সাজল আস্ত ব্রিজ, চেস অলিম্পিয়াড ঘিরে ভিশি-র রাজ্যে উৎসবের মেজাজ
দাবা জ্বরে ভুগছে বিশ্বনাথন আনন্দের রাজ্য তামিলনাড়ু। বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু হচ্ছে দাবা অলিম্পিয়াডের আসর। এই প্রথমবার আন্তর্জাতিক পর্যায়ের এত বড় কোনও টুর্নামেন্ট বসছে দেশের মাটিতে। ৪৪তম চেস অলিম্পিয়াড ঘিরে গোটা তামিলনাডু জুড়ে সাজ সাজ রব। রাত পোহালেই শুরু হয়ে যাবে চৌষট্টি খোপের লড়াই।
Most Read Stories