Steven Gerrard: প্রিমিয়র লিগে বড় হার, অ্যাস্টন ভিলা থেকে বিদায় কোচ জেরার্ডের

সকালে সমর্থকদের তরফে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি। সন্ধ্যায় ম্যাচ হারতেই সেই হুঁশিয়ারি সত্যি হয়ে দাঁড়াল। অ্যাস্টন ভিলা ছাড়লেন কোচ স্টিভেন জেরার্ড। তাঁকে বরখাস্ত করেছে প্রিমিয়র লিগের ক্লাবটি।

| Edited By: | Updated on: Oct 21, 2022 | 1:19 PM
সকালে সমর্থকদের তরফে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি। সন্ধ্যায় ম্যাচ হারতেই সেই হুঁশিয়ারি সত্যি হয়ে দাঁড়াল। অ্যাস্টন ভিলা ছাড়লেন কোচ স্টিভেন জেরার্ড। তাঁকে বরখাস্ত করেছে প্রিমিয়র লিগের ক্লাবটি।(ছবি:টুইটার)

সকালে সমর্থকদের তরফে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি। সন্ধ্যায় ম্যাচ হারতেই সেই হুঁশিয়ারি সত্যি হয়ে দাঁড়াল। অ্যাস্টন ভিলা ছাড়লেন কোচ স্টিভেন জেরার্ড। তাঁকে বরখাস্ত করেছে প্রিমিয়র লিগের ক্লাবটি।(ছবি:টুইটার)

1 / 5
বৃহস্পতিবার রাতে প্রিমিয়র লিগে ফুলহ্যামের ঘরের মাঠে ০-৩ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। ম্যাচ হারতেই ভিলার তরফে ৪১ শব্দের একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা অ্যাস্টন ভিলার মাত্র ১১ মাসের পুরনো কোচকে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়।(ছবি:টুইটার)

বৃহস্পতিবার রাতে প্রিমিয়র লিগে ফুলহ্যামের ঘরের মাঠে ০-৩ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। ম্যাচ হারতেই ভিলার তরফে ৪১ শব্দের একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা অ্যাস্টন ভিলার মাত্র ১১ মাসের পুরনো কোচকে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়।(ছবি:টুইটার)

2 / 5
অ্যাস্টন ভিলার কোচ হিসেবে চলতি মরসুমটা জেরার্ডের একদম ভালো হয়নি। ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগে তাদের স্থান ১৭। অবনমন থেকে মাত্র ১ ধাপ উপরে।  সমর্থকরা রেগে কাঁই। ক্লাবের মালিকরাও জেরার্ডের ভূমিকায় খুশি ছিলেন না। যার ফলস্বরূপ এই ছাঁটাই।(ছবি:টুইটার)

অ্যাস্টন ভিলার কোচ হিসেবে চলতি মরসুমটা জেরার্ডের একদম ভালো হয়নি। ৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগে তাদের স্থান ১৭। অবনমন থেকে মাত্র ১ ধাপ উপরে। সমর্থকরা রেগে কাঁই। ক্লাবের মালিকরাও জেরার্ডের ভূমিকায় খুশি ছিলেন না। যার ফলস্বরূপ এই ছাঁটাই।(ছবি:টুইটার)

3 / 5
৫.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাড়ে তিনবছরের চুক্তি হয় জেরার্ডের সঙ্গে। গতবছরের ১১ নভেম্বর যোগ দেন অ্যাস্টন ভিলায়। এইসময়ের মধ্যে ২২টি ম্যাচে ভিলা জিতেছে মাত্র ৪টি ম্যাচ। যাই হোক, ১১ মাসেই ভিলায় 'অতীত' হয়ে গেলেন স্টিভেন জেরার্ড। ক্লাব কর্তৃপক্ষ এলিট কোচ নিয়োগ করতে চাইছে।(ছবি:টুইটার)

৫.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সাড়ে তিনবছরের চুক্তি হয় জেরার্ডের সঙ্গে। গতবছরের ১১ নভেম্বর যোগ দেন অ্যাস্টন ভিলায়। এইসময়ের মধ্যে ২২টি ম্যাচে ভিলা জিতেছে মাত্র ৪টি ম্যাচ। যাই হোক, ১১ মাসেই ভিলায় 'অতীত' হয়ে গেলেন স্টিভেন জেরার্ড। ক্লাব কর্তৃপক্ষ এলিট কোচ নিয়োগ করতে চাইছে।(ছবি:টুইটার)

4 / 5
জেরার্ডের পরিবর্ত হিসেবে মৌরিসিও পচেত্তিনো এবং থমাস তুচেলের নাম ঘুরছে। মরসুমের শুরুর দিকে চেলসি কোচের পদ থেকে ছাঁটাই হন তুচেল। শোনা যাচ্ছে, ইউরোপের এই এলিট কোচদের বিপুল মাইনের প্রস্তাব দিতে চলেছে অ্যাস্টন ভিলা। (ছবি:টুইটার)

জেরার্ডের পরিবর্ত হিসেবে মৌরিসিও পচেত্তিনো এবং থমাস তুচেলের নাম ঘুরছে। মরসুমের শুরুর দিকে চেলসি কোচের পদ থেকে ছাঁটাই হন তুচেল। শোনা যাচ্ছে, ইউরোপের এই এলিট কোচদের বিপুল মাইনের প্রস্তাব দিতে চলেছে অ্যাস্টন ভিলা। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: