CWG 2022: আট বছরের অপেক্ষার শেষ, মণিপুরের লেডি ইন্সপেক্টরের ‘কব্জা’য় আরও একটি পদক

Judo final result, CWG 2022: কমনওয়েলথ গেমসে পদক জয়ী একমাত্র মহিলা জুডো খেলোয়াড় (Judoka Sushila Devi)। বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপোর পদকে শেষ করলেন মণিপুরের জুডোকা সুশীলা দেবী লিকমাবাম।

| Edited By: | Updated on: Aug 02, 2022 | 8:30 AM
কমনওয়েলথ গেমসে পদক জয়ী একমাত্র মহিলা জুডো খেলোয়াড়। বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপোর পদকে শেষ করলেন মণিপুরের জুডোকা সুশীলা দেবী লিকমাবাম।(ছবি:টুইটার)

কমনওয়েলথ গেমসে পদক জয়ী একমাত্র মহিলা জুডো খেলোয়াড়। বার্মিংহ্যাম কমনওয়েলথে রুপোর পদকে শেষ করলেন মণিপুরের জুডোকা সুশীলা দেবী লিকমাবাম।(ছবি:টুইটার)

1 / 5
সোমবার ৪৮ কিলো বিভাগের ফাইনালে সুশীলা দেবী দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষের কাছে হেরে যান। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আট বছর পর ফের কমনওয়েলথ গেমসে মেডেল এল সুশীলার ঝুলিতে।(ছবি:টুইটার)

সোমবার ৪৮ কিলো বিভাগের ফাইনালে সুশীলা দেবী দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষের কাছে হেরে যান। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আট বছর পর ফের কমনওয়েলথ গেমসে মেডেল এল সুশীলার ঝুলিতে।(ছবি:টুইটার)

2 / 5
২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ছিল না জুডো। তাই অংশ নেওয়া হয়নি। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন দেশের এই মহিলা জুডোকা। আট বছরের অপেক্ষা শেষ হলেও সোনার পদকের খোঁজ জারি রইল।(ছবি:টুইটার)

২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ছিল না জুডো। তাই অংশ নেওয়া হয়নি। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন দেশের এই মহিলা জুডোকা। আট বছরের অপেক্ষা শেষ হলেও সোনার পদকের খোঁজ জারি রইল।(ছবি:টুইটার)

3 / 5
১৯৯৫ সালে মণিপুরে জন্ম সুশীলার বাড়িতেই জুডোর হাতেখড়ি। কাকা ছিলেন আন্তর্জাতিক স্তরের জুডোকা।(ছবি:টুইটার)

১৯৯৫ সালে মণিপুরে জন্ম সুশীলার বাড়িতেই জুডোর হাতেখড়ি। কাকা ছিলেন আন্তর্জাতিক স্তরের জুডোকা।(ছবি:টুইটার)

4 / 5
২০১৭ সালে মণিপুর পুলিশে চাকরি পান সুশীলা দেবী। আপাতত ইন্সপেক্টর পদে কর্মরত। সেই লেডি ইন্সপেক্টরই বার্মিংহ্যামে কামাল করে দেখালেন।(ছবি:টুইটার)

২০১৭ সালে মণিপুর পুলিশে চাকরি পান সুশীলা দেবী। আপাতত ইন্সপেক্টর পদে কর্মরত। সেই লেডি ইন্সপেক্টরই বার্মিংহ্যামে কামাল করে দেখালেন।(ছবি:টুইটার)

5 / 5
Follow Us: