Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৮০০ গোলের রেকর্ড, দেখুন ছবিতে

ইতিহাসের পাতায় আরও একবার নাম তুলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দেশের জার্সিতে ও ক্লাবের হয়ে মোট ৮০০ গোলের মালিক এখন সিআর সেভেন। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। এই ম্যাচে রেড ডেভিলসদের জয়ের পাশাপাশি রেকর্ড গড়ে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ১০৯৭টি ম্যাচে রোনাল্ডোর নামের পাশে রয়েছে ৮০১টি গোল।

| Edited By: | Updated on: Dec 03, 2021 | 3:30 PM
ইপিএলে বৃহস্পতিবার আর্সেনালের বিরুদ্ধে কেরিয়ারের ৮০০তম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইপিএলে বৃহস্পতিবার আর্সেনালের বিরুদ্ধে কেরিয়ারের ৮০০তম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

1 / 4
আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটে মার্কাস ব়্যাশফোর্ডের পাস থেকে কেরিয়ারের ৮০০তম গোলটি করেন সিআর সেভেন।

আর্সেনালের বিরুদ্ধে ম্যাচের ৫২ মিনিটে মার্কাস ব়্যাশফোর্ডের পাস থেকে কেরিয়ারের ৮০০তম গোলটি করেন সিআর সেভেন।

2 / 4
এদিনই ৭০ মিনিটে পেনাল্টি থেকে কেরিয়ারের ৮০১তম ও ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনাল্ডো।

এদিনই ৭০ মিনিটে পেনাল্টি থেকে কেরিয়ারের ৮০১তম ও ম্যাচের জয়সূচক গোলটি করেন রোনাল্ডো।

3 / 4
কেরিয়ারে যেখানে ৮০১টি গোল করেছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো সেগুলি হল- পর্তুগালের হয়ে ১১৫টি গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০টি গোল, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি গোল, জুভেন্তাসের জার্সিতে ১০১টি গোল এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোল।

কেরিয়ারে যেখানে ৮০১টি গোল করেছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো সেগুলি হল- পর্তুগালের হয়ে ১১৫টি গোল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০টি গোল, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০টি গোল, জুভেন্তাসের জার্সিতে ১০১টি গোল এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোল।

4 / 4
Follow Us: