Premier League: রোনাল্ডোর জোড়া গোল, আর্সেনালকে হারিয়ে দুরন্ত জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার গভীর রাতে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ও আর্সেনাল (Arsenal)। ম্যাচের শুরুতে ম্যান ইউ পিছিয়ে পড়লেও টানটান ম্যাচে ৩-২ গোলে জিতেছে রেড ডেভিলসরা। এ দিন জোড়া গোল করেছেন সিআর সেভেন (CR7)। আর্সেনালের বিরুদ্ধে ঘরের মাঠে কেরিয়ারের ৮০০তম গোল করে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। ইপিএলে (EPL) পরপর দুই ম্যাচে হারার পর একটিতে ড্র করেছিলেন ব্রুনো ফের্নান্ডেজরা। অবশেষে ঘরের মাঠেই জয়ে ফিরল ম্যান ইউ। এই মুহূর্তে ১৪ ম্যাচের ৬টিতে জয়, ৩টিতে ড্র ও ৫টিতে হেরে লিগ টেবলের ৭ নম্বরে রয়েছেন সিআর সেভেনরা। ম্যান ইউয়ের ঝুলিতে রয়েছে ২১ পয়েন্ট।
Most Read Stories