Georgina Rodriguez: জর্জিনার হিরের গয়নার দ্যুতিতে ঝলসে গেল ‘গ্রাম’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী বলে কথা। তাঁর কাছে হিরে,সোনা, মণি মাণিক্য থাকবে নাতো কার কাছে থাকবে। রিয়াধে যাওয়ার পরও জর্জিনার ইনস্টাগ্রাম জ্বলজ্বল করছে হিরের আংটি, চুড়ি, ব্রেসলেট, ঘড়ির ছবিতে।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 9:01 AM
হিরে, জহরতে মোড়া থাকেন জর্জিনা রড্রিগেজ। তা বলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বারবার গয়নার সম্ভার দেখাতে হবে? (ছবি:ইনস্টাগ্রাম)

হিরে, জহরতে মোড়া থাকেন জর্জিনা রড্রিগেজ। তা বলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বারবার গয়নার সম্ভার দেখাতে হবে? (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 7
নিজেদের শাড়ি, জামাকাপড়, গয়না, ব্যাগ, জুতোর কালেকশন মহিলারা বরাবরই একটু শো অফ করতে ভালোবাসেন। প্রতিবেশীর বিয়েতে মোটা সীতেহার পরে নেমতন্ন খেতে চলে যান মা-কাকিমা-বৌদিরা। এই জায়গায় জর্জিনার সঙ্গে অন্য মহিলাদের তফাৎ নেই। প্রায়ই গয়নাগাঁটি পরে ছবি দেন ইনস্টাগ্রামে।  (ছবি:ইনস্টাগ্রাম)

নিজেদের শাড়ি, জামাকাপড়, গয়না, ব্যাগ, জুতোর কালেকশন মহিলারা বরাবরই একটু শো অফ করতে ভালোবাসেন। প্রতিবেশীর বিয়েতে মোটা সীতেহার পরে নেমতন্ন খেতে চলে যান মা-কাকিমা-বৌদিরা। এই জায়গায় জর্জিনার সঙ্গে অন্য মহিলাদের তফাৎ নেই। প্রায়ই গয়নাগাঁটি পরে ছবি দেন ইনস্টাগ্রামে। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
রেকর্ড অর্থে সৌদি আরবের দল আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের আয় যত বাড়ছে জর্জিনার গয়নার সম্ভার ততই যেন ফুলে ফেঁপে উঠছে।(ছবি:ইনস্টাগ্রাম)

রেকর্ড অর্থে সৌদি আরবের দল আল নাসেরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের আয় যত বাড়ছে জর্জিনার গয়নার সম্ভার ততই যেন ফুলে ফেঁপে উঠছে।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
দুই হাতের দশটা আঙুলের মধ্যে ছয় আঙুলেই ছোট-বড় হিরের আংটি। রোনাল্ডো ঘরণীক হাতের ঘড়িটিও যে হিরে খচিত তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।(ছবি:ইনস্টাগ্রাম)

দুই হাতের দশটা আঙুলের মধ্যে ছয় আঙুলেই ছোট-বড় হিরের আংটি। রোনাল্ডো ঘরণীক হাতের ঘড়িটিও যে হিরে খচিত তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
 জর্জিনার একটি গয়নার বাক্স আছে। ভারতীয় মুদ্রায় বাক্সটির দাম ১ কোটি ২০ লাখ টাকা। ভাবুন, যে বাক্সে গয়না রাখবেন তারই দাম কোটি টাকার উপরে, তাহলে গয়নার মূল্য কত হতে পারে?(ছবি:ইনস্টাগ্রাম)

জর্জিনার একটি গয়নার বাক্স আছে। ভারতীয় মুদ্রায় বাক্সটির দাম ১ কোটি ২০ লাখ টাকা। ভাবুন, যে বাক্সে গয়না রাখবেন তারই দাম কোটি টাকার উপরে, তাহলে গয়নার মূল্য কত হতে পারে?(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
আংটি ছাড়াও কানে ইয়া বড় দুল পরেন। পার্পল পোশাকে উপর ম্যাচিং করে পরা হিরের দুলের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে?(ছবি:ইনস্টাগ্রাম)

আংটি ছাড়াও কানে ইয়া বড় দুল পরেন। পার্পল পোশাকে উপর ম্যাচিং করে পরা হিরের দুলের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে?(ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
বাঁ হাতে মধ্যমায় প্রজাপতির আকারের বিশাল বড় একটি আংটি পরে রয়েছেন জর্জিনা। নেটিজেনদের চোখ গিয়ে ঠেকেছে ওই আংটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

বাঁ হাতে মধ্যমায় প্রজাপতির আকারের বিশাল বড় একটি আংটি পরে রয়েছেন জর্জিনা। নেটিজেনদের চোখ গিয়ে ঠেকেছে ওই আংটিতে।(ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7
Follow Us: