5G In India: মুহূর্তে শেষ ফোনের সব চার্জ! যে 5 কারণে ভারতে এখনই 5G ব্যবহার করা উচিত নয়

5G India Latest News: ভারতে 5G লঞ্চ হয়েছে ঠিকই। কিন্তু বহু মানুষ সেই 5G নেটওয়ার্ক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এখনই দেশে 5G কেন ব্যবহার করবেন না, তার কয়েকটি কারণ জেনে নিন।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 10:09 PM
দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক রোল আউট করেছে Jio ও Airtel। দেশের বিভিন্ন প্রান্তের ইউজাররা ঝড়ের গতির ইন্টারনেট ব্যবহার করতে 5G ব্যবহারও করছেন। কিন্তু তাতে কি সত্যিই লাভের লাভ কিছু হচ্ছে? যাঁরা এখনও 4G নেটওয়ার্ক ব্যবহার করেন, তাঁদের জন্য 5G-তে আপগ্রেড করা কি ঠিক হবে? না, এখনই আপনার 5G ব্যবহার করা ঠিক হবে না। তার কিছু কারণও রয়েছে। যে 5 কারণে এখনই আপনার 5G ব্যবহার করা উচিত নয়, সেগুলি জেনে নেওয়া যাক।

দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক রোল আউট করেছে Jio ও Airtel। দেশের বিভিন্ন প্রান্তের ইউজাররা ঝড়ের গতির ইন্টারনেট ব্যবহার করতে 5G ব্যবহারও করছেন। কিন্তু তাতে কি সত্যিই লাভের লাভ কিছু হচ্ছে? যাঁরা এখনও 4G নেটওয়ার্ক ব্যবহার করেন, তাঁদের জন্য 5G-তে আপগ্রেড করা কি ঠিক হবে? না, এখনই আপনার 5G ব্যবহার করা ঠিক হবে না। তার কিছু কারণও রয়েছে। যে 5 কারণে এখনই আপনার 5G ব্যবহার করা উচিত নয়, সেগুলি জেনে নেওয়া যাক।

1 / 7
5G-তে এখনই আপনার আপগ্রেড করা ঠিক হবে না। তার সবথেকে বড় কারণ হল,  ব্যাপকভাবে ডেটার খরচ। 5G-র স্পিড যেহেতু 4G-র তুলনায় 10 গুণ বেশি, তাই আপনার অতিরিক্ত ডেটা খরচ করিয়ে সম্পূর্ণ ভিডিয়োটাও দেখতে দেবে না। একটু দেখার পরেই বাফার হতে থাকবে। পাশাপাশি যে সব ওয়েবসাইটে বেশি গ্রাফিক্স, ছবি থাকে, সেগুলিও অতিরিক্ত ডেটা খরচের ফলে লোড হতে সময় নেয়।

5G-তে এখনই আপনার আপগ্রেড করা ঠিক হবে না। তার সবথেকে বড় কারণ হল, ব্যাপকভাবে ডেটার খরচ। 5G-র স্পিড যেহেতু 4G-র তুলনায় 10 গুণ বেশি, তাই আপনার অতিরিক্ত ডেটা খরচ করিয়ে সম্পূর্ণ ভিডিয়োটাও দেখতে দেবে না। একটু দেখার পরেই বাফার হতে থাকবে। পাশাপাশি যে সব ওয়েবসাইটে বেশি গ্রাফিক্স, ছবি থাকে, সেগুলিও অতিরিক্ত ডেটা খরচের ফলে লোড হতে সময় নেয়।

2 / 7
টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, কল ড্রপ সমস্যাও দেখা যাচ্ছে 5G নেটওয়ার্কে। অনেকে জানিয়েছেন, বেশ কিছু সময় আমার কল করতে খুবই সমস্যা হচ্ছিল ঘনঘন কল ড্রপের কারণে।

টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, কল ড্রপ সমস্যাও দেখা যাচ্ছে 5G নেটওয়ার্কে। অনেকে জানিয়েছেন, বেশ কিছু সময় আমার কল করতে খুবই সমস্যা হচ্ছিল ঘনঘন কল ড্রপের কারণে।

3 / 7
কিছু কিছু ব্যবহারকারী আবার এ-ও জানিয়েছেন, 4G থেকে 5G-তে সুইচ করার পরে তাঁদের স্লো নেটওয়ার্কের সম্মুখীন হতে হচ্ছে। তার একাধিক কারণ থাকতে পারে। প্রথমত,  দেশের সমস্ত জায়গায় 5G নেটওয়ার্ক এখনও পর্যন্ত চালু হয়নি। পাশাপাশি কোনও কোম্পানির কাছেই এখনও পর্যন্ত এমন কোনও রিচার্জ প্ল্যান নেই, যা সঠিক 5G স্পিড দিতে পারে।

কিছু কিছু ব্যবহারকারী আবার এ-ও জানিয়েছেন, 4G থেকে 5G-তে সুইচ করার পরে তাঁদের স্লো নেটওয়ার্কের সম্মুখীন হতে হচ্ছে। তার একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, দেশের সমস্ত জায়গায় 5G নেটওয়ার্ক এখনও পর্যন্ত চালু হয়নি। পাশাপাশি কোনও কোম্পানির কাছেই এখনও পর্যন্ত এমন কোনও রিচার্জ প্ল্যান নেই, যা সঠিক 5G স্পিড দিতে পারে।

4 / 7
এদিকে আবার যাঁদের কাছে 5G কম্প্যাটিবল ডিভাইস রয়েছে, তাঁরা 5G সার্ভিস অ্যাক্সেস করতে পারছেন না। কারণ, টেলিকম কোম্পানিগুলি দেখাচ্ছে তাঁদের ডিভাইসগুলি 5G সাপোর্ট করে না। এটি আসলে একটি বাগ, যা ওই টেলিকম কোম্পানিগুলিকেই ফিক্স করতে হবে।

এদিকে আবার যাঁদের কাছে 5G কম্প্যাটিবল ডিভাইস রয়েছে, তাঁরা 5G সার্ভিস অ্যাক্সেস করতে পারছেন না। কারণ, টেলিকম কোম্পানিগুলি দেখাচ্ছে তাঁদের ডিভাইসগুলি 5G সাপোর্ট করে না। এটি আসলে একটি বাগ, যা ওই টেলিকম কোম্পানিগুলিকেই ফিক্স করতে হবে।

5 / 7
5G ব্যবহার করার সময় iPhone ইউজাররা ব্যাটারি ড্রেন সমস্যার অভিযোগও করেছেন। 4G থেকে 5G-তে আপগ্রেড করার সময় এই একই অভিযোগ আবার কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও করেছেন। আসলে সিগন্যাল স্ট্রেনথ লো থাকলে ডিভাইসের ট্রান্সমিটার হাই লেভেলে সিগন্যালটিকে অ্যামপ্লিফাই করে। যা আখেরে ফোনের ব্যাটারি খতম করে দেয়।

5G ব্যবহার করার সময় iPhone ইউজাররা ব্যাটারি ড্রেন সমস্যার অভিযোগও করেছেন। 4G থেকে 5G-তে আপগ্রেড করার সময় এই একই অভিযোগ আবার কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও করেছেন। আসলে সিগন্যাল স্ট্রেনথ লো থাকলে ডিভাইসের ট্রান্সমিটার হাই লেভেলে সিগন্যালটিকে অ্যামপ্লিফাই করে। যা আখেরে ফোনের ব্যাটারি খতম করে দেয়।

6 / 7
এরপরেও আপনি যদি 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চান, তাহলে ফোনের ডেটা সেভার ফিচারটি অন করে রাখুন এবং তার লিমিটও সেট করে রাখুন। সেই ডেটার লিমিট একবার শেষ হয়ে গেলে আপনি আবার মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে 4G-তে ফিরে যেতে পারেন।

এরপরেও আপনি যদি 5G নেটওয়ার্ক ব্যবহার করতে চান, তাহলে ফোনের ডেটা সেভার ফিচারটি অন করে রাখুন এবং তার লিমিটও সেট করে রাখুন। সেই ডেটার লিমিট একবার শেষ হয়ে গেলে আপনি আবার মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে 4G-তে ফিরে যেতে পারেন।

7 / 7
Follow Us: