MS Dhoni: তিন মাস বাদে আইপিএল, এখনই নেটে ঘাম ঝরাচ্ছেন ধোনি

IPL 2023: আইপিএল-২০২৩ শুরু হতে এখনও ঢের দেরি। তার আগে অনুশীলনে নেমে পড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বলা ভালো নেটে কামব্যাক করলেন ক্যাপ্টেন কুল। যে ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

| Edited By: | Updated on: Jan 19, 2023 | 7:09 PM
আইপিএলের (IPL) নতুন মরসুমে নতুন লক্ষ্য নিয়ে নামবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। আইপিএল-১৬-তম সংস্করণ শুরু হতে এখনও দেরি আছে। তার আগেই নেটে অনুশীলন শুরু করে দিলেন ইয়েলোব্রিগেডের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি-টুইটার)

আইপিএলের (IPL) নতুন মরসুমে নতুন লক্ষ্য নিয়ে নামবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। আইপিএল-১৬-তম সংস্করণ শুরু হতে এখনও দেরি আছে। তার আগেই নেটে অনুশীলন শুরু করে দিলেন ইয়েলোব্রিগেডের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। (ছবি-টুইটার)

1 / 8
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনির নেটে প্র্যাক্টিসের এক ভিডিয়ো ভাইরায় হয়েছে। যেখানে দেখা গিয়েছে নেটে স্টেপ আউট করে ছক্কা হাঁকাচ্ছেন মাহি। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ধোনির নেটে প্র্যাক্টিসের এক ভিডিয়ো ভাইরায় হয়েছে। যেখানে দেখা গিয়েছে নেটে স্টেপ আউট করে ছক্কা হাঁকাচ্ছেন মাহি। (ছবি-টুইটার)

2 / 8
মাহি ভক্তদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে এই ভিডিয়ো। কেউ সেই ভিডিয়োর ক্যাপশনে লিখছেন, "শুরু হয়ে গেল আইপিএল-২০২৩ এর প্রস্তুতি।" কেউ আবার লিখেছেন, "থালা ইজ ব্যাক।" (ছবি-টুইটার)

মাহি ভক্তদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে এই ভিডিয়ো। কেউ সেই ভিডিয়োর ক্যাপশনে লিখছেন, "শুরু হয়ে গেল আইপিএল-২০২৩ এর প্রস্তুতি।" কেউ আবার লিখেছেন, "থালা ইজ ব্যাক।" (ছবি-টুইটার)

3 / 8
৪১ বছরের ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। মাহিকে নিয়ে যে কারণে উন্মাদনার শেষ নেই। থালার ফ্যানের অন্ত নেই। সকলেই ধোনিকে কাছ থেকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন। (ছবি-টুইটার)

৪১ বছরের ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। মাহিকে নিয়ে যে কারণে উন্মাদনার শেষ নেই। থালার ফ্যানের অন্ত নেই। সকলেই ধোনিকে কাছ থেকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন। (ছবি-টুইটার)

4 / 8
২০২২ সালের আইপিএল মরসুমটা ভালো কাটেনি চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। গত মরসুমের শুরুতে রবীন্দ্র জাডেজার হাতে সিএসকের দায়ভার তুলে দেওয়া হয়েছিল। মাঝপথে সেই ঘুরে ফিরে ধোনির কাঁধে ফেরে ক্যাপ্টেন্সির দায়িত্ব। (ছবি-টুইটার)

২০২২ সালের আইপিএল মরসুমটা ভালো কাটেনি চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। গত মরসুমের শুরুতে রবীন্দ্র জাডেজার হাতে সিএসকের দায়ভার তুলে দেওয়া হয়েছিল। মাঝপথে সেই ঘুরে ফিরে ধোনির কাঁধে ফেরে ক্যাপ্টেন্সির দায়িত্ব। (ছবি-টুইটার)

5 / 8
২০২১ সালে চতুর্থ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সে বার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ২০২২ সাল থেকে শুরু হয়েছে দশ দলের আইপিএল। গত মরসুমে ৯ নম্বরে থেকে শেষ করেছিল ইয়েলোব্রিগেড। (ছবি-টুইটার)

২০২১ সালে চতুর্থ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সে বার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ২০২২ সাল থেকে শুরু হয়েছে দশ দলের আইপিএল। গত মরসুমে ৯ নম্বরে থেকে শেষ করেছিল ইয়েলোব্রিগেড। (ছবি-টুইটার)

6 / 8
২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। তার পর থেকে শুধু আইপিএলের মঞ্চেই দেখা যায় মাহির ব্যাটের ঝলক। (ছবি-টুইটার)

২০২০ সালের ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। তার পর থেকে শুধু আইপিএলের মঞ্চেই দেখা যায় মাহির ব্যাটের ঝলক। (ছবি-টুইটার)

7 / 8
ধোনিকে নিয়ে দেশে-বিদেশে সমর্থকদের মধ্যে কম উন্মাদনা নেই। সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক ফ্যান পেজ রয়েছে। সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমে মহেন্দ্র সিং ধোনির একটি ৫০ ফুটের কাটআউট লাগিয়েছিলেন মাহিভক্তরা। যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

ধোনিকে নিয়ে দেশে-বিদেশে সমর্থকদের মধ্যে কম উন্মাদনা নেই। সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক ফ্যান পেজ রয়েছে। সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমে মহেন্দ্র সিং ধোনির একটি ৫০ ফুটের কাটআউট লাগিয়েছিলেন মাহিভক্তরা। যে ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: