Neeraj Chopra and Sumit Antil: নীরজ-সুমিত দুই সোনার ছেলেকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার মাহিন্দ্রার
কথা দিয়ে কথা রাখলেন ভারতীয় গাড়ি প্রস্তুত কারক সংস্থা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া (Neeraj Chopra) সোনা জয়ের পরই, ভারতীয় গাড়ি প্রস্তুত কারক সংস্থা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছিলেন, সোনার ছেলে নীরজকে তাঁর সংস্থার পক্ষ থেকে বিশেষ ভাবে ডিজাইন করা এক্সইউভি৭০০ (XUV700) 'জ্যাভলিন এডিশন'-এর গাড়ি উপহার দেওয়া হবে। শুধু তাই নয়, এর পর টোকিও প্যারালিম্পিকেও বর্শা ছুড়ে সুমিত আন্তিল (Sumit Antil) সোনা জিতলে একই ঘোষণা করে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার কর্ণধার শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। শনিবার দুই সোনার ছেলেকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে আজ, রবিবার সোনাজয়ী নীরজ চোপড়াকে সম্মানিত করেছে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। নীরজের জন্য ৮৭৫৮ নম্বর দেওয়া বিশেষ জার্সির পাশাপাশি তাঁকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে সিএসকে (CSK)।
Most Read Stories