Big Boss: বিগবসের পরের সিজনে থাকতে পারেন কোন কোন তারকা? দেখে নিন সম্ভাব্য তালিকা

Bollywood: আবারও শুরু হচ্ছে বিগবসের আগামী সিজন। এ বছরের শেষেই ওই শো দেখানোর কথা। ইতিমধ্যেই নাকি ওই শো'র অফার পাচ্ছেন বলি তারকারা। কাদের কাছে অফার পৌঁছল আর কেই বা রাজি হলেন যেতে? রইল সেই তালিকাই।

Aug 02, 2022 | 7:31 PM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 02, 2022 | 7:31 PM

বিগবসের ১৪ নম্বর সিজনে হাজির হয়েছিলেন রাহুল বৈদ্য। ওই সময়েই রাহুলের পাশে বাইরে থেকেই দাঁড়িয়েছিলেন দিশা পারমার। শোনা যাচ্ছে এই সিজনে দিশার কাছে পৌঁছেছে অফার।

বিগবসের ১৪ নম্বর সিজনে হাজির হয়েছিলেন রাহুল বৈদ্য। ওই সময়েই রাহুলের পাশে বাইরে থেকেই দাঁড়িয়েছিলেন দিশা পারমার। শোনা যাচ্ছে এই সিজনে দিশার কাছে পৌঁছেছে অফার।

1 / 6
শোনা যাচ্ছে হিন্দি টেলিভিশন তারকা মোহিত সেহগল ও শানায়া ইরানি-- স্বামী-স্ত্রী দুজনের কাছেই নাকি পৌঁছেছে অফার। বিগবস যে চ্যানেলে সম্প্রচারিত হয় ওই চ্যানেলে এর আগে এক ধারাবাহিকে কাজ করেছেন মোহিত।

শোনা যাচ্ছে হিন্দি টেলিভিশন তারকা মোহিত সেহগল ও শানায়া ইরানি-- স্বামী-স্ত্রী দুজনের কাছেই নাকি পৌঁছেছে অফার। বিগবস যে চ্যানেলে সম্প্রচারিত হয় ওই চ্যানেলে এর আগে এক ধারাবাহিকে কাজ করেছেন মোহিত।

2 / 6
কনিকা মান কে নিশ্চয়ই চেনেন? 'খতড়ো কি খিলাড়ি'র এই সিজনে দেখা গিয়েছিল তাঁকে। বিগবসে যে তিনি আসতে চান সে কথা নজেই জানিয়েছেন কনিকা।

কনিকা মান কে নিশ্চয়ই চেনেন? 'খতড়ো কি খিলাড়ি'র এই সিজনে দেখা গিয়েছিল তাঁকে। বিগবসে যে তিনি আসতে চান সে কথা নজেই জানিয়েছেন কনিকা।

3 / 6
কিছুদিন আগেই গুঞ্জন রটেছিল অঙ্কিতা লোখণ্ডে নাকি অন্তঃসত্ত্বা। প্রতি সিজনেই বিগবসের অফার পেয়ে থাকেন অঙ্কিতা। শোনা যাচ্ছে এই বছরেও অন্যথা নয়।

কিছুদিন আগেই গুঞ্জন রটেছিল অঙ্কিতা লোখণ্ডে নাকি অন্তঃসত্ত্বা। প্রতি সিজনেই বিগবসের অফার পেয়ে থাকেন অঙ্কিতা। শোনা যাচ্ছে এই বছরেও অন্যথা নয়।

4 / 6
এই মুহূর্তে বড় পর্দা থেকে বেশ খানিক দূরেই রয়েছেন প্রাচী দেশাই। শোনা যাচ্ছে বিগবসের এই সিজনে দেখা যেতে পারে তাঁকেও। অফার নাকি পৌঁছেছে। তবে এখনও নাকি তিনি সাড়া দেননি।

এই মুহূর্তে বড় পর্দা থেকে বেশ খানিক দূরেই রয়েছেন প্রাচী দেশাই। শোনা যাচ্ছে বিগবসের এই সিজনে দেখা যেতে পারে তাঁকেও। অফার নাকি পৌঁছেছে। তবে এখনও নাকি তিনি সাড়া দেননি।

5 / 6
দেখা যেতে পারে আর এক টেলিভিশন স্টার ভিভিয়ান ডিসেনাকেও। মোহিতের মতো এর আগেও ওই চ্যানেলে কাজ করেছেন ভিভিয়ান।

দেখা যেতে পারে আর এক টেলিভিশন স্টার ভিভিয়ান ডিসেনাকেও। মোহিতের মতো এর আগেও ওই চ্যানেলে কাজ করেছেন ভিভিয়ান।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla