Kolkata Derby: দুপুর থেকেই জমজমাট যুবভারতী, শহরজুড়ে ইস্ট-মোহন ডার্বির উত্তাপ

আর কিছুক্ষণ পর যুবভারতী ক্রীড়ঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান (Emami East Bengal vs ATK Mohun Bagan)। আবেগের ডার্বি (Derby)। রবিরাতে ডুরান্ড কাপের ডার্বি জমাতে হাজির দুই দলের সমর্থকরা।

| Edited By: | Updated on: Aug 28, 2022 | 5:30 PM
আর কিছুক্ষণ পর যুবভারতী ক্রীড়ঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান (Emami East Bengal vs ATK Mohun Bagan)। আবেগের ডার্বি (Derby)। রবিরাতে ডুরান্ড কাপের ডার্বি জমাতে হাজির দুই দলের সমর্থকরা। ছবি: দীপঙ্কর ঘোষাল

আর কিছুক্ষণ পর যুবভারতী ক্রীড়ঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান (Emami East Bengal vs ATK Mohun Bagan)। আবেগের ডার্বি (Derby)। রবিরাতে ডুরান্ড কাপের ডার্বি জমাতে হাজির দুই দলের সমর্থকরা। ছবি: দীপঙ্কর ঘোষাল

1 / 5
তিলোত্তমায় আজ ডার্বি জ্বরে কাবু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। আজ, সন্ধ্যা ৬টায় শুরু হবে মরসুমের প্রথম ডার্বি। ছবি: ইন্ডিয়ান ফুটবল টুইটার

তিলোত্তমায় আজ ডার্বি জ্বরে কাবু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। আজ, সন্ধ্যা ৬টায় শুরু হবে মরসুমের প্রথম ডার্বি। ছবি: ইন্ডিয়ান ফুটবল টুইটার

2 / 5
রবিসকাল থেকেই শহরের ইতিউতি ডার্বির উন্মাদনা দেখা গিয়েছে। বাস-ট্রাম-ট্রেনে ঠাসা ডার্বির সমর্থকরা। উঠছে স্লোগান 'জয় মোহনবাগান', 'জয় ইস্টবেঙ্গল'। ছবি: দীপঙ্কর ঘোষাল

রবিসকাল থেকেই শহরের ইতিউতি ডার্বির উন্মাদনা দেখা গিয়েছে। বাস-ট্রাম-ট্রেনে ঠাসা ডার্বির সমর্থকরা। উঠছে স্লোগান 'জয় মোহনবাগান', 'জয় ইস্টবেঙ্গল'। ছবি: দীপঙ্কর ঘোষাল

3 / 5
যুবভারতীর পথে দুই দলের সমর্থকরা। তিন বছর পর ডার্বি ফেরায় একটা বাড়তি উত্তেজনা রয়েছে সমর্থকদের মধ্যে। দুই দলের সমর্থকদের পাশাপাশি দেখা গেল ট্রাফিক সিগন্যালেও। ছবি: দীপঙ্কর ঘোষাল

যুবভারতীর পথে দুই দলের সমর্থকরা। তিন বছর পর ডার্বি ফেরায় একটা বাড়তি উত্তেজনা রয়েছে সমর্থকদের মধ্যে। দুই দলের সমর্থকদের পাশাপাশি দেখা গেল ট্রাফিক সিগন্যালেও। ছবি: দীপঙ্কর ঘোষাল

4 / 5
পালতোলা নৌকা তরতরিয়ে বয়ে চলবে নাকি মশাল জ্বলে উঠবে? তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অগণিত ইস্ট-মোহন ফ্যান। ছবি: ইন্ডিয়ান ফুটবল টুইটার

পালতোলা নৌকা তরতরিয়ে বয়ে চলবে নাকি মশাল জ্বলে উঠবে? তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অগণিত ইস্ট-মোহন ফ্যান। ছবি: ইন্ডিয়ান ফুটবল টুইটার

5 / 5
Follow Us: