Photo Gallery: অসুরকে সঙ্গে নিয়ে টিকার লাইনে দুর্গা! অবাক স্বাস্থ্যকর্মীরা, ব্যাপারটা কী?

Corona Vaccination: মা আসতে দেরি একমাস। কিন্তু আগেভাগেই রায়গঞ্জের ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে গেলেন 'দশভূজা', তাও আবার শিব, অসুর, সিংহকে নিয়ে! ব্যাপারটা কী?

| Edited By: | Updated on: Sep 13, 2021 | 7:48 PM
দুর্গা সেজে টিকালাইনে দাঁড়ালেন এক শিল্পী।
নিজস্ব চিুত্র

দুর্গা সেজে টিকালাইনে দাঁড়ালেন এক শিল্পী। নিজস্ব চিুত্র

1 / 5
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আবার এর মধ্যেই রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। তাই লোকশিল্পীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে রাজ্যে প্রথম উত্তর দিনাজপুরে জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শুরু হল প্রচার। লোকপ্রসার প্রকল্পের অধীনে লোকশিল্পীদের জন্য আলাদা ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। দৈনিক ভ্যাকসিনের লাইনের বিশৃঙ্খলার ঘটনার মধ্যে এদিন ভ্যাকসিন প্রাপকদের আনন্দ প্রদানে এবং টিকাকর্মীদের উদ্যম, উৎসাহ দিতে হাজির হন এই লোকশিল্পীরা।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আবার এর মধ্যেই রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। তাই লোকশিল্পীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে রাজ্যে প্রথম উত্তর দিনাজপুরে জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শুরু হল প্রচার। লোকপ্রসার প্রকল্পের অধীনে লোকশিল্পীদের জন্য আলাদা ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। দৈনিক ভ্যাকসিনের লাইনের বিশৃঙ্খলার ঘটনার মধ্যে এদিন ভ্যাকসিন প্রাপকদের আনন্দ প্রদানে এবং টিকাকর্মীদের উদ্যম, উৎসাহ দিতে হাজির হন এই লোকশিল্পীরা।

2 / 5
ছোটদের ভ্যাকসিন দেওয়া এখনও শুরু হয়নি। তাই চার সন্তানদের না এনে বাহন সিংহে সওয়ার হয়ে বৃদ্ধ স্বামী (শিব), অসুরকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে হাজির হন দুর্গা। পুজোর মরসুমে লোকশিল্পীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় বা তাঁদের থেকে যাতে অন্যকেউ সংক্রামিত না হন এবং জনমানসে টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য-সংস্কৃতি দফতরের প্রয়াসে সোমবার রায়গঞ্জ মেডিকেলে একটি বিশেষ ভ্যাক্সিন ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সেখানেই দুর্গা, শিব, অসুর, সিংহ সেজে হাজির হন কালিয়াগঞ্জের একটি মুখোশ নাচের দল।

ছোটদের ভ্যাকসিন দেওয়া এখনও শুরু হয়নি। তাই চার সন্তানদের না এনে বাহন সিংহে সওয়ার হয়ে বৃদ্ধ স্বামী (শিব), অসুরকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে হাজির হন দুর্গা। পুজোর মরসুমে লোকশিল্পীদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় বা তাঁদের থেকে যাতে অন্যকেউ সংক্রামিত না হন এবং জনমানসে টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য-সংস্কৃতি দফতরের প্রয়াসে সোমবার রায়গঞ্জ মেডিকেলে একটি বিশেষ ভ্যাক্সিন ক্যাম্পের ব্যবস্থা করা হয়। সেখানেই দুর্গা, শিব, অসুর, সিংহ সেজে হাজির হন কালিয়াগঞ্জের একটি মুখোশ নাচের দল।

3 / 5
রায়গঞ্জ শহরে এসে হাসপাতাল রোড দিয়ে ঢাক বাদ্যের সঙ্গে মেডিকেল হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন কেন্দ্রে আসেন দুর্গা। ঢাকের বোলে মুখরিত হয়ে ওঠে গোটা মেডিকেল চত্বর। ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনও ক্ষণিকের জন্য উৎফুল্ল হয়ে ওঠেন। ভ্যাকসিন নিতে এসে যে এমন আনন্দদায়ক দৃশ্য চোখে পড়বে তা ছিল তাঁদের কল্পনারও অতীত।

রায়গঞ্জ শহরে এসে হাসপাতাল রোড দিয়ে ঢাক বাদ্যের সঙ্গে মেডিকেল হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন কেন্দ্রে আসেন দুর্গা। ঢাকের বোলে মুখরিত হয়ে ওঠে গোটা মেডিকেল চত্বর। ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনও ক্ষণিকের জন্য উৎফুল্ল হয়ে ওঠেন। ভ্যাকসিন নিতে এসে যে এমন আনন্দদায়ক দৃশ্য চোখে পড়বে তা ছিল তাঁদের কল্পনারও অতীত।

4 / 5
এদিকে দীর্ঘদিন ভ্যাকসিন নিয়ে নানা বিশৃঙ্খলা ঘটেছে জেলায়। টিকা প্রাপক আর প্রদানকারীদের মধ্যে মাঝেমধ্যেই বিরোধ দেখা দিচ্ছে। কিন্তু এদিন ভ্যাকসিন কেন্দ্রে অন্যান্য দিনের তুলনায় প্রাপকদের ভিড় বেশি হলেও, লোকশিল্পীদের এই কার্যকলাপ যেন ভ্যাক্সিন কেন্দ্রের পরিবেশ বদলে দিয়েছে। আর শারদ উৎসবের আগে উৎসবের মেজাজে স্বাস্থ্যকর্মীরাও যেন আলাদাই উৎসাহ পেলেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘদিন ভ্যাকসিন নিয়ে নানা বিশৃঙ্খলা ঘটেছে জেলায়। টিকা প্রাপক আর প্রদানকারীদের মধ্যে মাঝেমধ্যেই বিরোধ দেখা দিচ্ছে। কিন্তু এদিন ভ্যাকসিন কেন্দ্রে অন্যান্য দিনের তুলনায় প্রাপকদের ভিড় বেশি হলেও, লোকশিল্পীদের এই কার্যকলাপ যেন ভ্যাক্সিন কেন্দ্রের পরিবেশ বদলে দিয়েছে। আর শারদ উৎসবের আগে উৎসবের মেজাজে স্বাস্থ্যকর্মীরাও যেন আলাদাই উৎসাহ পেলেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

5 / 5
Follow Us: