Jose Mourinho: কোচ মোরিনহোর মাইলস্টোন ম্যাচে জয় রোমার
কোচিং কেরিয়ারের হাজারতম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে গলা ফাটালেন রোমা (Roma) কোচ হোসে মোরিনহো (Jose Mourinho)। ম্যাচের আগে তিনিই বলেছিলেন, তাঁর কাছে এটা কোনো বিশেষ ম্যাচ নয়। কিন্তু ম্যাচের সময় পরিস্কার দেখা গেল উল্টো ছবি। উত্তেজিত মোরিনহোর দিকে টেলিভশন ক্যামেরা বার বার ফোকাসও করছিল। সিরি-আ-তে (Serie A) আজ সাসুউলোকে (Sassuolo) ২-১ গোলে হারাল রোমা। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষের রয়েছে মোরিনহোর রোমা।
Most Read Stories