Premier League: ১০ জনের উলভসকে হারিয়ে লিগ টেবলের মগডালে উঠলেন হালান্ডরা
মলিনেক্স স্টেডিয়ামে আজ ইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও উলভস। ৩-০ ব্যবধানে উলভসকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১০ জনের উলভসের বিরুদ্ধে ম্যান সিটির হয়ে তিনটি গোল করেছেন জ্যাক গ্রেলিশ, আর্লিং হালান্ড ও ফিল ফডেন।
Most Read Stories