Argentina: আজ ঘরে নেই কেউ…উদযাপনে মাতোয়ারা বুয়েনস আইরেস

কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর আরও একবার বিশ্বজয়ের দোরগোড়ায় আলবিসেলেস্তেরা। আনন্দে পথে নেমে এল আর্জেন্টিনার মানুষজন।

| Edited By: | Updated on: Dec 14, 2022 | 6:38 PM
৩৬ বছরের আগল ভাঙার অপেক্ষায়। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে পা রাখতেই ঘরে আর টিকল না মন। বুয়েনস আইরেসের রাজপথে পিল পিল করে নেমে এল মানুষ। হাতে জাতীয় পতাকা, গায়ে আকাশি-নীল জার্সি। যেদিকে তাকাই শুধু কালো মাথা।(ছবি:টুইটার)

৩৬ বছরের আগল ভাঙার অপেক্ষায়। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে পা রাখতেই ঘরে আর টিকল না মন। বুয়েনস আইরেসের রাজপথে পিল পিল করে নেমে এল মানুষ। হাতে জাতীয় পতাকা, গায়ে আকাশি-নীল জার্সি। যেদিকে তাকাই শুধু কালো মাথা।(ছবি:টুইটার)

1 / 8
রাজধানী বুয়েনেস আইরেসের কেন্দ্রস্থলে সাদা রঙের ওবেলিক্স মনুমেন্ট। একপাশে প্রেসিডেন্সিয়াল প্যালেস। শহরের প্রাণকেন্দ্র স্তব্ধ হয়ে গেল হাজারো মানুষের ভিড়ে। কেউ নাচছেন, কেউ গাইছেন, চিৎকার করছেন।  (ছবি:টুইটার)

রাজধানী বুয়েনেস আইরেসের কেন্দ্রস্থলে সাদা রঙের ওবেলিক্স মনুমেন্ট। একপাশে প্রেসিডেন্সিয়াল প্যালেস। শহরের প্রাণকেন্দ্র স্তব্ধ হয়ে গেল হাজারো মানুষের ভিড়ে। কেউ নাচছেন, কেউ গাইছেন, চিৎকার করছেন। (ছবি:টুইটার)

2 / 8
১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপের অপেক্ষায় বুয়েনেস আইরেস। ফ্যানরা বলছেন, "এই মুহূর্তটা দারুণ। আর্জেন্টাইন হিসেবে গর্বিত মনে হচ্ছে। চারিদিকের পরিবেশ দেখে সেই কথাই মনে হচ্ছে।"(ছবি:টুইটার)

১৯৮৬ সালের পর আরও একবার বিশ্বকাপের অপেক্ষায় বুয়েনেস আইরেস। ফ্যানরা বলছেন, "এই মুহূর্তটা দারুণ। আর্জেন্টাইন হিসেবে গর্বিত মনে হচ্ছে। চারিদিকের পরিবেশ দেখে সেই কথাই মনে হচ্ছে।"(ছবি:টুইটার)

3 / 8
কেউ বাস স্টপের মাথায় উঠেছেন। স্ট্রিট ল্যাম্প ধরে ঝুলছেন কেউ। পথের ধারের স্থাপত্যগুলি ঘিরে চলছে সেলিব্রেশন। সমানে বেজে চলেছে ড্রাম, কান ফাটানো শব্দের হর্ন। (ছবি:টুইটার)

কেউ বাস স্টপের মাথায় উঠেছেন। স্ট্রিট ল্যাম্প ধরে ঝুলছেন কেউ। পথের ধারের স্থাপত্যগুলি ঘিরে চলছে সেলিব্রেশন। সমানে বেজে চলেছে ড্রাম, কান ফাটানো শব্দের হর্ন। (ছবি:টুইটার)

4 / 8
বুয়েনস আইরেসের এক ক্যাফের টেলিভিশন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন ৭৪ বছরের পাবলো কার্ডোজো। ২৩ বছরের এমিলিয়া সালভো লাজুক মুখে বলেছেন, "আমি জুলিয়ানকে (আলভারেজ) ভালোবাসি।" (ছবি:টুইটার)

বুয়েনস আইরেসের এক ক্যাফের টেলিভিশন স্ক্রিনের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন ৭৪ বছরের পাবলো কার্ডোজো। ২৩ বছরের এমিলিয়া সালভো লাজুক মুখে বলেছেন, "আমি জুলিয়ানকে (আলভারেজ) ভালোবাসি।" (ছবি:টুইটার)

5 / 8
দিয়োগো মারাদোনার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সমর্থক। সেলিব্রেশন শুরু হয় সেখানেও। (ছবি:টুইটার)

দিয়োগো মারাদোনার বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সমর্থক। সেলিব্রেশন শুরু হয় সেখানেও। (ছবি:টুইটার)

6 / 8
মারাদোনার বাড়ির সামনে টিভি স্ক্রিনে সেমিফাইনাল ম্যাচের দিকে কয়েক জোড়া চোখ।(ছবি:টুইটার)

মারাদোনার বাড়ির সামনে টিভি স্ক্রিনে সেমিফাইনাল ম্যাচের দিকে কয়েক জোড়া চোখ।(ছবি:টুইটার)

7 / 8
আসমানি আকাশের সঙ্গে মিলে গিয়েছে বুয়েনস আইরেসের মাটির রং। (ছবি:টুইটার)

আসমানি আকাশের সঙ্গে মিলে গিয়েছে বুয়েনস আইরেসের মাটির রং। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: