UEFA Champions League: সালসবার্গের বিরুদ্ধে বায়ার্নের ত্রাতা কোমান
ছ'বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (Bayern Munich) কিংসলে কোমানের (Kingsley Coman) গোলে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে সালসবার্গের বিরুদ্ধে ড্র করে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় সালসবার্গ। ম্যাচে পাসিং, প্লেসিং, বল দখলে আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে শেষ বাঁশি বাঁজার ঠিক আগের মুহূর্তে থমাস মুলারের পাস থেকে বল জালে জড়ান কোমান। ফিরতি লেগে বায়ার্ন-সালসবার্গ মুখোমুখি হবে ৯ মার্চ।
Most Read Stories