UEFA Champions League: সালসবার্গের বিরুদ্ধে বায়ার্নের ত্রাতা কোমান

ছ'বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ (Bayern Munich) কিংসলে কোমানের (Kingsley Coman) গোলে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে সালসবার্গের বিরুদ্ধে ড্র করে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় সালসবার্গ। ম্যাচে পাসিং, প্লেসিং, বল দখলে আধিপত্য ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু গোলের দেখা মিলছিল না। তবে শেষ বাঁশি বাঁজার ঠিক আগের মুহূর্তে থমাস মুলারের পাস থেকে বল জালে জড়ান কোমান। ফিরতি লেগে বায়ার্ন-সালসবার্গ মুখোমুখি হবে ৯ মার্চ।

| Edited By: | Updated on: Feb 17, 2022 | 5:19 PM
ম্যাচের ২১ মিনিটে অ্যারনসনের পাস থেকে গোল করে সালসবার্গকে এগিয়ে দেন চুকবুবুইক আদামু (Chukwubuike Adamu)। (ছবি-সালসবার্গ টুইটার)

ম্যাচের ২১ মিনিটে অ্যারনসনের পাস থেকে গোল করে সালসবার্গকে এগিয়ে দেন চুকবুবুইক আদামু (Chukwubuike Adamu)। (ছবি-সালসবার্গ টুইটার)

1 / 4
১-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন মিউনিখ। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

১-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বায়ার্ন মিউনিখ। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

2 / 4
বল দখলে সালসবার্গের থেকে রবার্ট লেওয়ানডস্কিরা এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারছিলেন না। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

বল দখলে সালসবার্গের থেকে রবার্ট লেওয়ানডস্কিরা এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারছিলেন না। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

3 / 4
শেষ বেলায়, ম্যাচের ৯০ মিনিটে বায়ার্নের ত্রাতা হয়ে ওঠেন কিংসলে কোমান (Kingsley Coman)। থমাস মুলারের পাস থেকে বল জালে জড়িয়ে দেন কোমান। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

শেষ বেলায়, ম্যাচের ৯০ মিনিটে বায়ার্নের ত্রাতা হয়ে ওঠেন কিংসলে কোমান (Kingsley Coman)। থমাস মুলারের পাস থেকে বল জালে জড়িয়ে দেন কোমান। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

4 / 4
Follow Us: