Happy Birthday Thierry Henry: প্লেন থেকে আর্সেনালে সই, জন্মদিনে থিয়েরি অঁরি

থিয়েরি অঁরি। নাম শুনলেই প্রথমে কল্পনায় আসে আর্সেনাল। দীর্ঘ ৯ বছর আর্সেনালে কাটিয়েছেন। গানার্সের হয়ে ২২৮টি গোল। ফ্লান্সের এই ফুটবলার জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। ফরাসি ফুটবলারকে নিয়ে কিছু মজার তথ্য।

| Edited By: | Updated on: Aug 17, 2022 | 6:30 AM
প্লেন থেকে সই? এমনটাই হয়েছিল থিয়েরি অঁরির (Thierry Henry) ক্ষেত্রে। নিজেই এই ঘটনা সম্পর্কে বলেছিলেন। জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ খেলে প্যারিসে ফেরার পথে বিমানে দেখা আর্সেন ওয়েঙ্গারের (Arsene Wenger) সঙ্গে। সেখানেই অঁরি সিদ্ধান্ত নেন আর্সেনালে (Arsenal) সই করবেন। (ছবি : টুইটার)

প্লেন থেকে সই? এমনটাই হয়েছিল থিয়েরি অঁরির (Thierry Henry) ক্ষেত্রে। নিজেই এই ঘটনা সম্পর্কে বলেছিলেন। জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচ খেলে প্যারিসে ফেরার পথে বিমানে দেখা আর্সেন ওয়েঙ্গারের (Arsene Wenger) সঙ্গে। সেখানেই অঁরি সিদ্ধান্ত নেন আর্সেনালে (Arsenal) সই করবেন। (ছবি : টুইটার)

1 / 5
ফ্রান্সের (France) এই প্রাক্তন তারকা ফুটবলারের অন্যতম পছন্দের খেলা বাস্কেটবল। সুযোগ পেলেই এনবিএ-র ম্যাচ দেখতেন অঁরি। বেশ কিছু বাস্কেটবল তারকার সঙ্গে বন্ধুত্ব ছিল অঁরির। (ছবি : টুইটার)

ফ্রান্সের (France) এই প্রাক্তন তারকা ফুটবলারের অন্যতম পছন্দের খেলা বাস্কেটবল। সুযোগ পেলেই এনবিএ-র ম্যাচ দেখতেন অঁরি। বেশ কিছু বাস্কেটবল তারকার সঙ্গে বন্ধুত্ব ছিল অঁরির। (ছবি : টুইটার)

2 / 5
মিউজিক কে না পছন্দ করেন! অঁরির ক্ষেত্রেও আলাদা নয়। তাঁর ক্ষেত্রে বিষয়টা ছিল, ম্যাচের আগে অবশ্যই ব়্যাপ সঙ শোনা চাই। (ছবি : টুইটার)

মিউজিক কে না পছন্দ করেন! অঁরির ক্ষেত্রেও আলাদা নয়। তাঁর ক্ষেত্রে বিষয়টা ছিল, ম্যাচের আগে অবশ্যই ব়্যাপ সঙ শোনা চাই। (ছবি : টুইটার)

3 / 5
নিজে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। সে কারণেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেন থিয়েরি। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত এই প্রাক্তন ফুটবলার। (ছবি : টুইটার)

নিজে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন। সে কারণেই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেন থিয়েরি। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত এই প্রাক্তন ফুটবলার। (ছবি : টুইটার)

4 / 5
সিনেমা দেখতে পছন্দ করতেন। শুধু তাই নয়, নিজেও অভিনয় করেছেন। ফুটবল সম্পর্কিত বেশ কিছু তথ্য চিত্রে অভিনয় করেছেন ফ্রান্সের এই প্রাক্তন ফুটবলার। (ছবি : টুইটার)

সিনেমা দেখতে পছন্দ করতেন। শুধু তাই নয়, নিজেও অভিনয় করেছেন। ফুটবল সম্পর্কিত বেশ কিছু তথ্য চিত্রে অভিনয় করেছেন ফ্রান্সের এই প্রাক্তন ফুটবলার। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: