ERLING HAALAND: সমুদ্রস্নানে ম্যান সিটি তারকা, মাসকুলার চেহারা দেখে হাঁ অনুরাগীরা

ম্যাঞ্চেস্টার সিটির জয় উপভোগ করতে স্পেনের মারবেলায় চলে গেলেন আর্লিং হালান্ড। সমুদ্রের ধারে স্প্যানিশ রিসর্টে ছুটির দিনটা জমিয়ে উপভোগ করলেন ২১ বছরের ম্যাঞ্চেস্টার সিটি তারকা।

| Edited By: | Updated on: Aug 17, 2022 | 7:00 AM
বর্নমাউথের বিরুদ্ধে ৪-০ গোলে জয়। ম্যাঞ্চেস্টার সিটির জয় উপভোগ করতে স্পেনের মারবেলায় চলে গেলেন আর্লিং হালান্ড। (ছবি: টুইটার)

বর্নমাউথের বিরুদ্ধে ৪-০ গোলে জয়। ম্যাঞ্চেস্টার সিটির জয় উপভোগ করতে স্পেনের মারবেলায় চলে গেলেন আর্লিং হালান্ড। (ছবি: টুইটার)

1 / 5
সমুদ্রের ধারে স্প্যানিশ রিসর্টে ছুটির দিনটা জমিয়ে উপভোগ করলেন ২১ বছরের ম্যাঞ্চেস্টার সিটি তারকা।(ছবি: টুইটার)

সমুদ্রের ধারে স্প্যানিশ রিসর্টে ছুটির দিনটা জমিয়ে উপভোগ করলেন ২১ বছরের ম্যাঞ্চেস্টার সিটি তারকা।(ছবি: টুইটার)

2 / 5
শনিবার বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের পর একটুও সময় নষ্ট করেননি। মিনি ব্রেক নিয়ে সোজা বিমান ধরে পৌঁছে যান মারবেলায়। সমুদ্রস্নানের সময় একাধিক মহিলা সঙ্গীকে দেখা গিয়েছে তাঁর আশেপাশে।(ছবি: টুইটার)

শনিবার বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের পর একটুও সময় নষ্ট করেননি। মিনি ব্রেক নিয়ে সোজা বিমান ধরে পৌঁছে যান মারবেলায়। সমুদ্রস্নানের সময় একাধিক মহিলা সঙ্গীকে দেখা গিয়েছে তাঁর আশেপাশে।(ছবি: টুইটার)

3 / 5
ডলচে গাবানার কালো শর্টসে নরওয়ের এই তরুণ ফুটবলারের মাসকুলার ফিজিক দেখে হাঁ হয়ে গিয়েছেন অনুরাগীরা।(ছবি: টুইটার)

ডলচে গাবানার কালো শর্টসে নরওয়ের এই তরুণ ফুটবলারের মাসকুলার ফিজিক দেখে হাঁ হয়ে গিয়েছেন অনুরাগীরা।(ছবি: টুইটার)

4 / 5
সমুদ্রস্নানের সময় একঝাঁক ফুটবল অনুরাগীরা ভিড় জমান। প্রিয় তারকাকে কাছে পেয়ে চলে সেলফির আবদার। (ছবি: টুইটার)

সমুদ্রস্নানের সময় একঝাঁক ফুটবল অনুরাগীরা ভিড় জমান। প্রিয় তারকাকে কাছে পেয়ে চলে সেলফির আবদার। (ছবি: টুইটার)

5 / 5
Follow Us: