বিভিন্ন স্মার্টফোনের উপর নতুন করে শুরু হয়েছে Flipkart refurbished সেল। বিভিন্ন সংস্থার ফোনে রয়েছে ব্যাপক ছাড়। এই তালিকায় রয়েছে আইফোনের বেশ কিছু মডেলও।
ফ্লিপকার্টের এই নতুন সেলের মাধ্যমে একাধিক আইফোন মডেল যেমন- iPhone 6, 6s, 6s Plus, iPhone SE, iPhone 7, iPhone 8 পাওয়া যাবে আসলের তুলনায় অনেকটাই কম দামে।
আইফোন ছাড়াও গুগল পিক্সেল ফোনের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে Flipkart refurbished স্মার্টফোন সেলে। এছাড়াও রয়েছে রেডমি, মোটোরোলা, স্যামসাংয়ের ফোনেও থাকছে ছাড়।
Google Pixel 3 XL- এই ফোনের ৬৪ জিবি র্যাম সমেত মডেলের দাম ফ্লিপকার্টের সেলে ১৩,৯৯৯ টাকা। এই ফোনে ৬.৩ ইঞ্চির QHD+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে দুটো ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে একটি Snapdragon 845 CPU এবং ৩৪৩০ এমএএইচ ব্যাটারি।
ফ্লিপকার্টের refurbished সেলে অ্যাপেল আইফোন ৭-এর দাম ১৪,৫২৯ টাকা। এই ফোনে রয়েছে A10 Fusion প্রসেসর।
ফ্লিপকার্টের এই সেলে অ্যাপেল আইফোন ৬এস- এর দাম ১০,৮৯৯ টাকা ৬৪ জিবি স্টোরেজ এবং সোনালি রঙের মডেলের দাম এটা ধার্য করা হয়েছে। ১৬ জিবি আউফোন ৬এস- এর দাম ৯৯৯৯ টাকা। সিলভার ও স্পেস গ্রে রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। আইফোন ৬- এর দামেও রয়েছে ছাড়।