গত কয়েক বছর ধরে ট্রেন্ডে রয়েছে কোরিয়ান বিউটি। নিখুঁত ত্বকের অধিকারী হওয়ার জন্য অনেকেই এই ট্রেন্ড বেছে নিয়েছেন এবং উপকারও পেয়েছেন হাতে-নাতে। চাইলে এবার আপনিও ব্যবহার করে দেখতে পারেন কোরিয়ান বিউটি টিপস।
ফেসওয়াশ করার আগে ফেস অয়েল ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এরপর কোনও ফোম ভিত্তিক ফেসওয়াশ ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের মধ্যে জমে থাকা সমস্ত ধুলো, বালি, ময়লা এবং মৃত কোষ দূর হয়ে যাবে।
ফেসওয়াশের পর ত্বক এক্সফোলিয়েট করুন। বাজারে একাধিক কোরিয়ান ব্র্যান্ডের স্ক্রাবার পাওয়া যায়। চাইলে কফি, চিনি, ব্রাউন সুগারের মতো উপাদান দিয়েও আপনি স্ক্রাবার বানিয়ে নিতে পারেন। এতেও ত্বক ভাল থাকবে।
কোরিয়ান বিউটি টিপস মেনে চললে কোনওভাবেই টোনারের ব্যবহার এড়িয়ে যাবেন না। টোনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি টোনার ব্যবহার করলে ত্বকের রোমকূপগুলো পরিষ্কার হয়ে যায়।
কোরিয়ান বিউটিতে ব্যাপকভাবে সিরামের ব্যবহার রয়েছে। ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ত্বকের জন্য বেশ উপকারী। এতে ত্বকের কোষগুলো পুষ্টি পায়। পাশাপাশি সিরাম ব্যবহার করলে ত্বক অনেক বেশি হাইড্রেটেড থাকে। ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
কোরিয়ান বিউটি টিপস ডিআইওয়াই ফেসপ্যাক ছাড়া অসম্পূর্ণ। ঘরোয়া উপাদান দিয়ে ফেসপ্যাক তৈরির ট্রেন্ড কোরিয়ান বিউটিতে সবচেয়ে বেশি। এছাড়াও ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। এভাবে ত্বকের যত্ন নিলে তবেই নিখুঁত ত্বক পাবেন।