Cricket: অবাক কাণ্ড! এক ওভারে টানা ৫ উইকেট নিয়ে চমক দেখালেন সারা
5 Wickets in One over: অস্ট্রেলিয়ার মহিলাদের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল তাসমানিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া। সেই ম্যাচ এখন চর্চায়। জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল চার রান। এমন সময় ঘটে অবাক কাণ্ড। এক ওভারে পর পর ৫ উইকেট তুলে নেয় তাসমানিয়া। সারা কোয়েট নেন টানা ৫ উইকেট। সারার এক ওভারই পাল্টে দেয় ম্যাচের ফল। চ্যাম্পিয়ন হয়েছে তাসমানিয়া।
Most Read Stories