Gray Hair: তিরিশেই মাথা ভরতি পাকা চুল? রঙ নয়, এবার ঘরে তৈরি বেদানার তেলেই পান কালো চুল

Hair Care Tips: পাকা চুল গজিয়ে ওঠার আর কোনও নির্দিষ্ট বয়স নেই। তিরিশের কোঠা পার হতে না হতেই মাথা ভরতি পাকা চুল গজিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি।

| Edited By: | Updated on: Feb 06, 2023 | 6:13 AM
অকালে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে বেশ কিছু নিয়ম। দূষণ, ধুলোবালি, মানসিক চাপ ও জেনেটিক রোগের কারণে দ্রুত চুল পেকে যাওয়ার সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে।

অকালে চুল পেকে যাওয়ার পিছনে রয়েছে বেশ কিছু নিয়ম। দূষণ, ধুলোবালি, মানসিক চাপ ও জেনেটিক রোগের কারণে দ্রুত চুল পেকে যাওয়ার সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে।

1 / 8
মাথায় চুল পেকে যাওয়া মানেই বুড়িয়ে যাওয়া তা একেবারেই নয়। নিজেকে সুন্দর দেখাতে ও সাদা চুল কালো করার জন্য খরচ করে কালো রঙ প্রয়োগ করেন অনেকেই। কিন্তু সেই রঙ থাকে কতদিন? বেশিরভাগ চুলের রঙ কালো হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই তা ফ্যাকাসে হতে থাকে। চুল বাদামী হয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই চুলের রঙগুলির আয়ুও বেশ কম।

মাথায় চুল পেকে যাওয়া মানেই বুড়িয়ে যাওয়া তা একেবারেই নয়। নিজেকে সুন্দর দেখাতে ও সাদা চুল কালো করার জন্য খরচ করে কালো রঙ প্রয়োগ করেন অনেকেই। কিন্তু সেই রঙ থাকে কতদিন? বেশিরভাগ চুলের রঙ কালো হওয়ার বেশ কিছুদিনের মধ্যেই তা ফ্যাকাসে হতে থাকে। চুল বাদামী হয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই চুলের রঙগুলির আয়ুও বেশ কম।

2 / 8
ধূসর চুল থেকে মুক্তি পেতে ও দীর্ঘমেয়াদী কালো কুচকুচে রঙ আনতে,ঘরে তৈরি বেদানার তেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে চুল কালো করতে সাহায্য করে। চুলকে নরম  ও মোলায়েম করতেও সাহায্য করে।

ধূসর চুল থেকে মুক্তি পেতে ও দীর্ঘমেয়াদী কালো কুচকুচে রঙ আনতে,ঘরে তৈরি বেদানার তেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিকভাবে চুল কালো করতে সাহায্য করে। চুলকে নরম ও মোলায়েম করতেও সাহায্য করে।

3 / 8
এই তেল চুলে শুধু রঙই করে না, এই তেল চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। চুল পড়া কমায়। বেদানার তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা চুলের বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে।

এই তেল চুলে শুধু রঙই করে না, এই তেল চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। চুল পড়া কমায়। বেদানার তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা চুলের বৃদ্ধিকে উন্নত করতে সাহায্য করে।

4 / 8
শুষ্ক ও নিস্তেজ চুলের জন্যও বেদানার তেল খুবই উপকারী। এই তেলে নারকেলের বৈশিষ্ট্যও রয়েছে, যা চুলকে ময়েশ্চারাইজ করতে সহায়ক। চুলের তৈলাক্ততা বন্ধ করে চুল আরও স্বাস্থ্যকর এবং চকচকে দেখায়।

শুষ্ক ও নিস্তেজ চুলের জন্যও বেদানার তেল খুবই উপকারী। এই তেলে নারকেলের বৈশিষ্ট্যও রয়েছে, যা চুলকে ময়েশ্চারাইজ করতে সহায়ক। চুলের তৈলাক্ততা বন্ধ করে চুল আরও স্বাস্থ্যকর এবং চকচকে দেখায়।

5 / 8
ঘরেই বানিয়ে নিতে পারেন এই কার্যকরী বেদানার তেল। কীভাবে বানাবেন, কী কী উপকরণ লাগবে, তা সবাই জেনে নিন। অনেকেই চুল কালো করতে মেথি, পেঁয়াজ, কারি পাতার তেল ও হেয়ার প্যাক ব্য়বহার করেন। কিন্তু চুলকে কালো কুচকুচে করতে ও সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে বেদানার তেলের কোনও বিকল্প নেই।

ঘরেই বানিয়ে নিতে পারেন এই কার্যকরী বেদানার তেল। কীভাবে বানাবেন, কী কী উপকরণ লাগবে, তা সবাই জেনে নিন। অনেকেই চুল কালো করতে মেথি, পেঁয়াজ, কারি পাতার তেল ও হেয়ার প্যাক ব্য়বহার করেন। কিন্তু চুলকে কালো কুচকুচে করতে ও সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে বেদানার তেলের কোনও বিকল্প নেই।

6 / 8
বেদানার তেলের জন্য নারকেল তেল, কাচা আমলা,বেদানার রস, কারি পাতা, বিট, জবা ফুল, সেলারি এবং মেহেন্দি পাতা মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। পাতা ও বীজ শুকিয়ে কালো হয়ে গেলে এই তেল ছেঁকে ঠান্ডা হতে দিন।

বেদানার তেলের জন্য নারকেল তেল, কাচা আমলা,বেদানার রস, কারি পাতা, বিট, জবা ফুল, সেলারি এবং মেহেন্দি পাতা মিশিয়ে অল্প আঁচে রান্না করুন। পাতা ও বীজ শুকিয়ে কালো হয়ে গেলে এই তেল ছেঁকে ঠান্ডা হতে দিন।

7 / 8
 তেল লাগানোর আগে চুল ভালো করে ব্রাশ দিয়ে আঁচরিয়ে নিন। তারপর এই তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে প্রয়োগ করুন। তেল গোটা মাথা ও চুলে ব্যবহারের পর অন্তত ৩৬ ঘণ্টা চুল ধোবেন না। এই তেল রাতে শোওয়ার আগে মেখে নিতে পারেন। হাতে কম সময় থাকলে সকালে উঠে চুল ধুয়ে নিতে পারেন।

তেল লাগানোর আগে চুল ভালো করে ব্রাশ দিয়ে আঁচরিয়ে নিন। তারপর এই তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে প্রয়োগ করুন। তেল গোটা মাথা ও চুলে ব্যবহারের পর অন্তত ৩৬ ঘণ্টা চুল ধোবেন না। এই তেল রাতে শোওয়ার আগে মেখে নিতে পারেন। হাতে কম সময় থাকলে সকালে উঠে চুল ধুয়ে নিতে পারেন।

8 / 8
Follow Us: