Mohammedan Sporting Club: জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু মহমেডান স্পোর্টিংয়ের, কিছু মুহূর্ত

জয় দিয়ে ঐতিহ্যশালী ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া ও রানার্স আপ মহমেডান স্পোর্টিং। সাদা-কালো ব্রিগেড জিতল ৩-১ ব্যবধানে।

| Edited By: | Updated on: Aug 17, 2022 | 11:18 AM
ঐতিহ্যশালী ডুরান্ড কাপে প্রথম ম্যাচে দাপুটে জয় মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club)। মরসুমের প্রথম ম্যাচেই জয়। পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়াবে মহমেডান স্পোর্টিংয়ের। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

ঐতিহ্যশালী ডুরান্ড কাপে প্রথম ম্যাচে দাপুটে জয় মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club)। মরসুমের প্রথম ম্যাচেই জয়। পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়াবে মহমেডান স্পোর্টিংয়ের। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

1 / 5
শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল মহমেডান। নেমিলের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। ০-১ পিছিয়ে বিরতিতে যায় মহমেডান স্পোর্টিং ক্লাব। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল মহমেডান। নেমিলের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। ০-১ পিছিয়ে বিরতিতে যায় মহমেডান স্পোর্টিং ক্লাব। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

2 / 5
দ্বিতীয়ার্ধে ছন্দে মহমেডান স্পোর্টিং। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান প্রীতম সিং। ৮৪ মিনিটে মহমেডানকে ২-১ এগিয়ে দেন ফজলু রহমান। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

দ্বিতীয়ার্ধে ছন্দে মহমেডান স্পোর্টিং। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান প্রীতম সিং। ৮৪ মিনিটে মহমেডানকে ২-১ এগিয়ে দেন ফজলু রহমান। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

3 / 5
গত মরসুমে মহমেডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন মার্কাস যোশেফ ( Marcus Joseph)। এ মরসুমে তাঁকে অধিনায়ক করা হয়েছে। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

গত মরসুমে মহমেডানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন মার্কাস যোশেফ ( Marcus Joseph)। এ মরসুমে তাঁকে অধিনায়ক করা হয়েছে। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

4 / 5
সংযুক্তি সময়ে মহমেডানের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক মার্কাস যোশেফ। গত বারের ডুরান্ডে এফসি গোয়ার (FC Goa) কাছে হেরে রানার্স হয়েছিল মহমেডান। এবার চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ে প্রতিযোগিতা শুরু। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

সংযুক্তি সময়ে মহমেডানের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক মার্কাস যোশেফ। গত বারের ডুরান্ডে এফসি গোয়ার (FC Goa) কাছে হেরে রানার্স হয়েছিল মহমেডান। এবার চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়ে প্রতিযোগিতা শুরু। (ছবি : মহমেডান স্পোর্টিং ক্লাব)

5 / 5
Follow Us: