Juhi Chawla: জুহিকে বিয়ে করতে মরিয়া ছিলেন সলমন, বাধ সাধেন অভিনেত্রীর বাবা!

এই ৫৪ বছরের জুহির জীবনে ঘটে গিয়েছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ দিনে দেখা যাক এমন কিছু ঘটনাই...

| Edited By: | Updated on: Nov 13, 2021 | 1:15 PM
জীবনের ৫৪ টা বসন্ত পার করে দিলেন জুহি চাওলা। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ছিলেন ডিম্পল গার্ল হিসেবে। এই ৫৪ বছরের জুহির জীবনে ঘটে গিয়েছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ দিনে দেখা যাক এমন কিছু ঘটনাই...

জীবনের ৫৪ টা বসন্ত পার করে দিলেন জুহি চাওলা। ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত ছিলেন ডিম্পল গার্ল হিসেবে। এই ৫৪ বছরের জুহির জীবনে ঘটে গিয়েছে নানা তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশেষ দিনে দেখা যাক এমন কিছু ঘটনাই...

1 / 6
জুহি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সলমনও সদ্য পা রেখেছেন। জুহিকে বেজায় পছন্দ ছিল ভাইজানের। তাঁকে বিয়ে করার প্রস্তাব নিয়ে সটান হাজির হয়েছিলেন অভিনেত্রীর বাবার কাছে। তিনি রাজি হননি। কারণ আজও অজানা। এখানেই শেষ নয়...আমির খানের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে ছিলেন জুহি।

জুহি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। সলমনও সদ্য পা রেখেছেন। জুহিকে বেজায় পছন্দ ছিল ভাইজানের। তাঁকে বিয়ে করার প্রস্তাব নিয়ে সটান হাজির হয়েছিলেন অভিনেত্রীর বাবার কাছে। তিনি রাজি হননি। কারণ আজও অজানা। এখানেই শেষ নয়...আমির খানের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে ছিলেন জুহি।

2 / 6
একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন জুহি ও আমির। আমির খান সেটে জুহির সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতেন। 'আখিয়া তু' ছবির সেটে জুহির সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করেন সহ অভিনেতা আমির ও অজয়। জুহি এত রেগে যান সেট ছেড়ে সেই যে চলে আসেন আর ফিরে যাননি। দীর্ঘদিন আমিরের সঙ্গে কথাও বন্ধ ছিল তাঁর।

একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন জুহি ও আমির। আমির খান সেটে জুহির সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতেন। 'আখিয়া তু' ছবির সেটে জুহির সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করেন সহ অভিনেতা আমির ও অজয়। জুহি এত রেগে যান সেট ছেড়ে সেই যে চলে আসেন আর ফিরে যাননি। দীর্ঘদিন আমিরের সঙ্গে কথাও বন্ধ ছিল তাঁর।

3 / 6
জুহির পছন্দের অভিনেত্রী কে জানেন? তিনি হলে শ্রীদেবী। শ্রীদেবীর অন্ধভক্ত তিনি, এ কথা নিজেই স্বীকার করেছেন বহুবার।

জুহির পছন্দের অভিনেত্রী কে জানেন? তিনি হলে শ্রীদেবী। শ্রীদেবীর অন্ধভক্ত তিনি, এ কথা নিজেই স্বীকার করেছেন বহুবার।

4 / 6
জুহির মতে করিশ্মা কাপুরের তারকা হওয়ার পিছনে তাঁর হাত রয়েছে। দিল তো পাগল হ্যায় ও রাজা হিন্দুস্থানি এই দুই ছবিতে করিশ্মা কাপুরের চরিত্র আগে অফার করা হয়েছিল জুহিকেই। তিনি না করায় ছবি যায় করিশ্মার কাছে। ওই দুই ছবির মধ্যেই সুপারস্টার হয়েওথেন করিশ্মা।

জুহির মতে করিশ্মা কাপুরের তারকা হওয়ার পিছনে তাঁর হাত রয়েছে। দিল তো পাগল হ্যায় ও রাজা হিন্দুস্থানি এই দুই ছবিতে করিশ্মা কাপুরের চরিত্র আগে অফার করা হয়েছিল জুহিকেই। তিনি না করায় ছবি যায় করিশ্মার কাছে। ওই দুই ছবির মধ্যেই সুপারস্টার হয়েওথেন করিশ্মা।

5 / 6
জুহি নিরামিষভোজী। ইটালিয়ান ও থাই খাবার তাঁর ভীষণ প্রিয়।

জুহি নিরামিষভোজী। ইটালিয়ান ও থাই খাবার তাঁর ভীষণ প্রিয়।

6 / 6
Follow Us: