Harmanpreet Kaur: একাই ১৪৩! ঝুলনের বিদায়ী সিরিজে বিধ্বংসী হরমনপ্রীত

বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটে রানের জন্য মুখিয়ে থাকতে হয়। অন্যদিকে দুরন্ত ফর্মে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চওড়া হয়েছে হরমনের ব্যাট। একাই ১৪৩ রানের ইনিংস খেলেছেন।

| Edited By: | Updated on: Sep 22, 2022 | 5:36 PM
বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটে রানের জন্য মুখিয়ে থাকতে হয়। অন্যদিকে দুরন্ত ফর্মে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চওড়া হয়েছে হরমনের ব্যাট। একাই ১৪৩ রানের ইনিংস খেলেছেন।(ছবি:টুইটার)

বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যাটে রানের জন্য মুখিয়ে থাকতে হয়। অন্যদিকে দুরন্ত ফর্মে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চওড়া হয়েছে হরমনের ব্যাট। একাই ১৪৩ রানের ইনিংস খেলেছেন।(ছবি:টুইটার)

1 / 5
১০০ বলে শতরান পূর্ণ করেন উইমেন ইন ব্লু অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে শেষ দুই ওভারে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধোনা করেন ক্যাপ্টেন।(ছবি:টুইটার)

১০০ বলে শতরান পূর্ণ করেন উইমেন ইন ব্লু অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে শেষ দুই ওভারে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধোনা করেন ক্যাপ্টেন।(ছবি:টুইটার)

2 / 5
শেষ ১১ বলে ৪৩ রান উঠেছে হরমনপ্রীতের ব্যাটে। ১৮টি চার ও ৪টি ছয়। দৌড়ে মাত্র এক রান নিলেন। বাকিটা ছয়টি চার ও তিনটি ছয় হাঁকিয়ে পূর্ণ করে নিলেন। হরমনপ্রীতের এই তাণ্ডবের কোনও জবাব ছিল না ইংরেজ বোলারদের কাছে। (ছবি:টুইটার)

শেষ ১১ বলে ৪৩ রান উঠেছে হরমনপ্রীতের ব্যাটে। ১৮টি চার ও ৪টি ছয়। দৌড়ে মাত্র এক রান নিলেন। বাকিটা ছয়টি চার ও তিনটি ছয় হাঁকিয়ে পূর্ণ করে নিলেন। হরমনপ্রীতের এই তাণ্ডবের কোনও জবাব ছিল না ইংরেজ বোলারদের কাছে। (ছবি:টুইটার)

3 / 5
ওয়ান ডে ক্রিকেটে হরমনপ্রীত কৌরের এটা পঞ্চম শতরান। তাঁর ব্যাটে ইংল্যান্ডের সামনে ৩৩৪ রানের বড় স্কোর খাড়া করে ভারত।(ছবি:টুইটার)

ওয়ান ডে ক্রিকেটে হরমনপ্রীত কৌরের এটা পঞ্চম শতরান। তাঁর ব্যাটে ইংল্যান্ডের সামনে ৩৩৪ রানের বড় স্কোর খাড়া করে ভারত।(ছবি:টুইটার)

4 / 5
১৪৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে হরমনপ্রীতের মুখে ঝুলনের কথা। কিংবদন্তি পেসারের বর্ণময় কেরিয়ারের শেষ হতে চলেছে লর্ডসে। তাঁর ফেয়ারওয়েল পর্ব স্পেশাল করে তোলার জন্য মুখিয়ে হরমনপ্রীতরা।(ছবি:টুইটার)

১৪৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে হরমনপ্রীতের মুখে ঝুলনের কথা। কিংবদন্তি পেসারের বর্ণময় কেরিয়ারের শেষ হতে চলেছে লর্ডসে। তাঁর ফেয়ারওয়েল পর্ব স্পেশাল করে তোলার জন্য মুখিয়ে হরমনপ্রীতরা।(ছবি:টুইটার)

5 / 5
Follow Us: