Liver Detoxify: লিভারে জমে থাকা ময়লা, মেদ সব বেরিয়ে যাবে এই ৫ পানীয়তে চুমুক দিলে

Healthy Drinks: অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া থেকে শুরু করে অলস জীবনযাপন লিভারের সমস্যা বাড়িয়ে তোলে। আজকাল কম বয়সিদের অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে। লিভারের সমস্যা এড়াতে গেলে ডায়েট নিয়ে সচেতন থাকতে হবে। এই ৫ পানীয় খেলে আপনার লিভার থেকে সব টক্সিন বেরিয়ে যাবে।

| Updated on: Jun 07, 2024 | 12:39 PM
পেটের বাঁ দিকে খিঁচুনি। সারাদিন শরীর ক্লান্ত হয়ে রয়েছে। খাবার খাওয়ার রুচি নেই। এগুলো কিন্তু লিভারের স্বাস্থ্য ভাল নেই তার লক্ষণ। লিভার যদি ঠিকমতো পরিষ্কার না হয়, এই অঙ্গের কার্যকারিতাও ব্যাহত হয়।

পেটের বাঁ দিকে খিঁচুনি। সারাদিন শরীর ক্লান্ত হয়ে রয়েছে। খাবার খাওয়ার রুচি নেই। এগুলো কিন্তু লিভারের স্বাস্থ্য ভাল নেই তার লক্ষণ। লিভার যদি ঠিকমতো পরিষ্কার না হয়, এই অঙ্গের কার্যকারিতাও ব্যাহত হয়।

1 / 8
অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া থেকে শুরু করে অলস জীবনযাপন লিভারের সমস্যা বাড়িয়ে তোলে। আজকাল কম বয়সিদের অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে।

অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়া থেকে শুরু করে অলস জীবনযাপন লিভারের সমস্যা বাড়িয়ে তোলে। আজকাল কম বয়সিদের অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে।

2 / 8
লিভারের সমস্যা এড়াতে গেলে ডায়েট নিয়ে সচেতন থাকতে হবে। ভাজাভুজি, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। পাশাপাশি এই ৫ পানীয় খেলে আপনার লিভার থেকে সব টক্সিন বেরিয়ে যাবে।

লিভারের সমস্যা এড়াতে গেলে ডায়েট নিয়ে সচেতন থাকতে হবে। ভাজাভুজি, মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে। পাশাপাশি এই ৫ পানীয় খেলে আপনার লিভার থেকে সব টক্সিন বেরিয়ে যাবে।

3 / 8
রোজ দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। হলুদে থাকা কারকিউমিন যৌগ দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে। এই পানীয় লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

রোজ দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। হলুদে থাকা কারকিউমিন যৌগ দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হিসেবে কাজ করে। এই পানীয় লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

4 / 8
ডান্ডেলিয়ন টিয়ের মধ্যে লিভার ডিটক্সিফাই করার উপাদান রয়েছে। এই ফুলের চা লিভারের কার্যকারিতা উন্নত করে। পাশাপাশি লিভারে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বাইরে বের করে দেয়। লিভারকে ভাল রাখতে রোজ ডান্ডেলিয়ন চা পান করুন।

ডান্ডেলিয়ন টিয়ের মধ্যে লিভার ডিটক্সিফাই করার উপাদান রয়েছে। এই ফুলের চা লিভারের কার্যকারিতা উন্নত করে। পাশাপাশি লিভারে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বাইরে বের করে দেয়। লিভারকে ভাল রাখতে রোজ ডান্ডেলিয়ন চা পান করুন।

5 / 8
গ্রিন টি খেলেও লিভারে জমে থাকা ফ্যাট ও টক্সিন বেরিয়ে যায়। গ্রিন টিয়ের মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা লিভারকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। লিভারকে ডিটক্সিফাই করতে দিনে দু'বার গ্রিন টি পান করুন।

গ্রিন টি খেলেও লিভারে জমে থাকা ফ্যাট ও টক্সিন বেরিয়ে যায়। গ্রিন টিয়ের মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা লিভারকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। লিভারকে ডিটক্সিফাই করতে দিনে দু'বার গ্রিন টি পান করুন।

6 / 8
বিটরুটের জুস লিভারের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে। বিটরুটের স্মুদিও পান করতে পারেন।

বিটরুটের জুস লিভারের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে। বিটরুটের স্মুদিও পান করতে পারেন।

7 / 8
হাতের কাছে কোনও পানীয় বা উপাদান না পেলে, রোজ লেবুর জল খান। লেবুর জলে থাকা ভিটামিন সি লিভারকে ডিটক্সিফাউ করতে সাহায্য করে। পাশাপাশি লিভারে জমে থাকা ফ্যাটকেও ভেঙে ফেলে। এটি লিভার থেকে টক্সিন বের করার সবচেয়ে সহজ টোটকা।

হাতের কাছে কোনও পানীয় বা উপাদান না পেলে, রোজ লেবুর জল খান। লেবুর জলে থাকা ভিটামিন সি লিভারকে ডিটক্সিফাউ করতে সাহায্য করে। পাশাপাশি লিভারে জমে থাকা ফ্যাটকেও ভেঙে ফেলে। এটি লিভার থেকে টক্সিন বের করার সবচেয়ে সহজ টোটকা।

8 / 8
Follow Us: