Chandipura Virus: এসব মাছি থেকে ছড়াচ্ছে চাঁদিপুরা ভাইরাস, রোগ থেকে শিশুদের বাঁচতে মেনে চলুন এগুলি
Chandipura Virus: বর্তমানে দেশের চারটি রাজ্যে চাঁদিপুরা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য হল, গুজরাট। মূলত, মাছি, মশা এবং পোকা-মাকড় থেকে চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। কোন ধরনের মাছি, মশার মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে, সে বিষয়ে একটি ধারণা মিলেছে।
Most Read Stories