চুল পড়া থেকে গ্যাস-অম্বল—কারি পাতার জলে দূর হবে রোজকারের সমস্যা
Curry Leaves Water for Health: কিচেন গার্ডেনে পুদিনা পাতা, ধনে পাতা থাকেই। ছোট্ট টবে অনায়াসে গজিয়ে ওঠে এসব ভেষজ গাছ। এছাড়াও কারি পাতার গাছ প্রায়শই ছাদবাগানে বসানো হয়। দক্ষিণ ভারতের বেশিরভাগ রান্নায় কারি পাতা ব্যবহার করা হয়। বাঙালি রান্নায় খুব একটা চল নেই কারি পাতার। কিন্তু কারি পাতার উপকারিতা জানলে আপনি রোজ খাবেন এই পাতা।
Most Read Stories