Plastic Straw: প্লাস্টিকের স্ট্রয়ে চুমুক দিয়ে ডাবের জল পান করেন, আদৌ কোনও উপকার হয়?

Side Effects: ডাবের জল হোক বা কোল্ড ড্রিংক্স, প্লাস্টিকের স্ট্র-ই সঙ্গী। ছোটদের ক্ষেত্রে সুবিধাও হয় স্ট্র ব্যবহারে পানীয় পান করা। প্লাস্টিকের স্ট্র ব্যবহারে সুবিধা হলেও স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা এই প্লাস্টিকের স্ট্র ব্যবহারকে একেবারেই সমর্থন করেন না।

| Edited By: | Updated on: Oct 10, 2023 | 2:02 PM
ডাবের জল হোক বা কোল্ড ড্রিংক্স, প্লাস্টিকের স্ট্র-ই সঙ্গী। প্লাস্টিকের স্ট্র ব্যবহার করে পছন্দের পানীয়ের স্বাদ নেন বেশিরভাগ মানুষ। এতে লিপস্টিক ঘাঁটার ভয় নেই। আবার ছোটদের ক্ষেত্রে সুবিধাও হয় স্ট্র ব্যবহারে পানীয় পান করা।

ডাবের জল হোক বা কোল্ড ড্রিংক্স, প্লাস্টিকের স্ট্র-ই সঙ্গী। প্লাস্টিকের স্ট্র ব্যবহার করে পছন্দের পানীয়ের স্বাদ নেন বেশিরভাগ মানুষ। এতে লিপস্টিক ঘাঁটার ভয় নেই। আবার ছোটদের ক্ষেত্রে সুবিধাও হয় স্ট্র ব্যবহারে পানীয় পান করা।

1 / 8
প্লাস্টিকের স্ট্র ব্যবহারে সুবিধা হলেও স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা এই প্লাস্টিকের স্ট্র ব্যবহারকে একেবারেই সমর্থন করেন না। প্লাস্টিকের স্ট্র ব্যবহারে কী-কী সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।

প্লাস্টিকের স্ট্র ব্যবহারে সুবিধা হলেও স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। চিকিৎসকেরা এই প্লাস্টিকের স্ট্র ব্যবহারকে একেবারেই সমর্থন করেন না। প্লাস্টিকের স্ট্র ব্যবহারে কী-কী সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।

2 / 8
প্লাস্টিকের স্ট্র ব্যবহারে বাড়তে পারে দাঁতের সমস্যা। আপনার নরম বা মিষ্টিজাতীয় পানীয়তে যে চিনি থাকে, প্লাস্টিকের স্ট্র-এর মাধ্যমে তা পান করলে সরাসরি দাঁতের উপর প্রভাব ফেলে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হতে পারে। 

প্লাস্টিকের স্ট্র ব্যবহারে বাড়তে পারে দাঁতের সমস্যা। আপনার নরম বা মিষ্টিজাতীয় পানীয়তে যে চিনি থাকে, প্লাস্টিকের স্ট্র-এর মাধ্যমে তা পান করলে সরাসরি দাঁতের উপর প্রভাব ফেলে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হতে পারে। 

3 / 8
প্লাস্টিকের স্ট্র দিয়ে পানীয় খাওয়ার সময় আমাদের দেহে অতিরিক্ত বায়ুও প্রবেশ করেন। এতে অ্যারোফ্যাগিয়া বলে। এই বায়ু পরিপাকতন্ত্রে গ্যাস ও ফোলাভাবের সমস্যা বাড়িয়ে তোলে। এতে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। 

প্লাস্টিকের স্ট্র দিয়ে পানীয় খাওয়ার সময় আমাদের দেহে অতিরিক্ত বায়ুও প্রবেশ করেন। এতে অ্যারোফ্যাগিয়া বলে। এই বায়ু পরিপাকতন্ত্রে গ্যাস ও ফোলাভাবের সমস্যা বাড়িয়ে তোলে। এতে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। 

4 / 8
আপনি যদি ত্বকের যত্ন নিয়ে খুব সচেতন হন, তাহলে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করা এড়িয়ে চলুন। প্লাস্টিকের স্ট্র ব্যবহার করলে মুখের চারপাশে বলিরেখা পড়ে। ঠোঁটের আশেপাশে কোলাজেন ভেঙে যায় এবং ত্বক কুঁচকে যায়।

আপনি যদি ত্বকের যত্ন নিয়ে খুব সচেতন হন, তাহলে প্লাস্টিকের স্ট্র ব্যবহার করা এড়িয়ে চলুন। প্লাস্টিকের স্ট্র ব্যবহার করলে মুখের চারপাশে বলিরেখা পড়ে। ঠোঁটের আশেপাশে কোলাজেন ভেঙে যায় এবং ত্বক কুঁচকে যায়।

5 / 8
পলিপ্রোপিলিন নামের যৌগ দিয়ে প্লাস্টিকের স্ট্র তৈরি হয়। ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, পলিপ্রোপিলিন নিরাপদ হলেও অন্যান্য যৌগ স্বাস্থ্যকর নয়। প্লাস্টিকের স্ট্র-তে এমন অনেক রাসায়নিক পদার্থ থাকে, যা স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। 

পলিপ্রোপিলিন নামের যৌগ দিয়ে প্লাস্টিকের স্ট্র তৈরি হয়। ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, পলিপ্রোপিলিন নিরাপদ হলেও অন্যান্য যৌগ স্বাস্থ্যকর নয়। প্লাস্টিকের স্ট্র-তে এমন অনেক রাসায়নিক পদার্থ থাকে, যা স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। 

6 / 8
প্লাস্টিকের স্ট্র দিয়ে গরম পানীয় একদমই খাওয়া উচিত নয়। পাশাপাশি ঠান্ডা পানীয়ের সংস্পর্শে এলেও স্ট্রয়ের প্লাস্টিক কণা রক্তপ্রবাহের সঙ্গে মিশে যেতে পারে। এটি যকৃতে পৌঁছে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

প্লাস্টিকের স্ট্র দিয়ে গরম পানীয় একদমই খাওয়া উচিত নয়। পাশাপাশি ঠান্ডা পানীয়ের সংস্পর্শে এলেও স্ট্রয়ের প্লাস্টিক কণা রক্তপ্রবাহের সঙ্গে মিশে যেতে পারে। এটি যকৃতে পৌঁছে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

7 / 8
প্লাস্টিকের স্ট্র দিয়ে কোনও পানীয় পান করলে, এমন ভাবে খান যেন সেটা দাঁতে স্পর্শ না করে। পানীয় যেন সরাসরি গলায় পৌঁছায়। এতে একটু হলেও আপনি দাঁতের ক্ষয় এড়াতে পারবেন। 

প্লাস্টিকের স্ট্র দিয়ে কোনও পানীয় পান করলে, এমন ভাবে খান যেন সেটা দাঁতে স্পর্শ না করে। পানীয় যেন সরাসরি গলায় পৌঁছায়। এতে একটু হলেও আপনি দাঁতের ক্ষয় এড়াতে পারবেন। 

8 / 8
Follow Us: