AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Urine Issue: বার বার প্রস্রাব পায়? ডায়াবেটিস ছাড়াও হতে পারে এই সব জটিল রোগের লক্ষণ

Urine Issue: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দিনে ৩ থেকে ৩.৫ লিটার জল খাওয়া উচিত। প্রতি চার ঘণ্টায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে বিশেষ ক্ষেত্রে দিনে ৫-৬ বার প্রস্রাব স্বাভাবিক বলে ধরা হয়।

| Updated on: Aug 13, 2024 | 10:51 PM
Share
শরীরে কোন রোগ বাসা বেঁধেছে তা জানতে গেলে প্রস্রাবের পরীক্ষা করতে হয় অনেক সময়। বিশেষ করে তা যদি কিডনির অসুখ হয় তা হলে তো এই পরীক্ষার গুরুত্ব আরও বেশি।

শরীরে কোন রোগ বাসা বেঁধেছে তা জানতে গেলে প্রস্রাবের পরীক্ষা করতে হয় অনেক সময়। বিশেষ করে তা যদি কিডনির অসুখ হয় তা হলে তো এই পরীক্ষার গুরুত্ব আরও বেশি।

1 / 8
প্রস্রাবের রং শুধু নয়, দিনে কতবার আপনি প্রস্রাব করছেন তাও খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাব না হওয়া যেমন ভাল নয়, তেমন বার বার প্রস্রাব করাও কিন্তু বড়সড় রোগের লক্ষণ হতে পারে!

প্রস্রাবের রং শুধু নয়, দিনে কতবার আপনি প্রস্রাব করছেন তাও খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাব না হওয়া যেমন ভাল নয়, তেমন বার বার প্রস্রাব করাও কিন্তু বড়সড় রোগের লক্ষণ হতে পারে!

2 / 8
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দিনে ৩ থেকে ৩.৫ লিটার জল খাওয়া উচিত। প্রতি চার ঘণ্টায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে বিশেষ ক্ষেত্রে দিনে ৫-৬ বার প্রস্রাব স্বাভাবিক বলে ধরা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দিনে ৩ থেকে ৩.৫ লিটার জল খাওয়া উচিত। প্রতি চার ঘণ্টায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে বিশেষ ক্ষেত্রে দিনে ৫-৬ বার প্রস্রাব স্বাভাবিক বলে ধরা হয়।

3 / 8
তবে দিনে ৮-১০ বার প্রস্রাব করা মোটেই ভাল লক্ষণ নয়। বারবার প্রস্রাব করা ডায়াবেটিসের লক্ষণ, রক্তে শর্করা বেড়ে গেলে বার বার প্রস্রাব পায়৷

তবে দিনে ৮-১০ বার প্রস্রাব করা মোটেই ভাল লক্ষণ নয়। বারবার প্রস্রাব করা ডায়াবেটিসের লক্ষণ, রক্তে শর্করা বেড়ে গেলে বার বার প্রস্রাব পায়৷

4 / 8
কিডনির উপরে চাপ পড়ে শরীর থেকে শর্করা বের করতে ফলে দিনে বেশি বার প্রস্রাব করতে হয়।

কিডনির উপরে চাপ পড়ে শরীর থেকে শর্করা বের করতে ফলে দিনে বেশি বার প্রস্রাব করতে হয়।

5 / 8
শরীরে ব্লাডসুগারের সমস্যা আছে কি না তা জানতে হলে ডায়াবেটিস পরীক্ষা করা খুব জরুরি। তবে বারবার প্রস্রাব করার প্রবণতা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে৷

শরীরে ব্লাডসুগারের সমস্যা আছে কি না তা জানতে হলে ডায়াবেটিস পরীক্ষা করা খুব জরুরি। তবে বারবার প্রস্রাব করার প্রবণতা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে৷

6 / 8
ইউটিআই অর্থাৎ ইউনিটারি ট্র্যাক্ট ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবের প্রবণতা দেখা যায় ৷ সঙ্গে পেটের নীচে জ্বালা হয়৷

ইউটিআই অর্থাৎ ইউনিটারি ট্র্যাক্ট ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবের প্রবণতা দেখা যায় ৷ সঙ্গে পেটের নীচে জ্বালা হয়৷

7 / 8
বারেবারে প্রস্রাব পাওয়ার প্রবণতার কারণে  ব্লাডার সংক্রান্ত সমস্যা হতে পারে৷ তবেই বুঝতে প্রস্রাবের সমস্যা হচ্ছে ৷ আবার ঘন ঘন প্রস্রাব কিডনির জটিল রোগের লক্ষণ হতে পারে।

বারেবারে প্রস্রাব পাওয়ার প্রবণতার কারণে ব্লাডার সংক্রান্ত সমস্যা হতে পারে৷ তবেই বুঝতে প্রস্রাবের সমস্যা হচ্ছে ৷ আবার ঘন ঘন প্রস্রাব কিডনির জটিল রোগের লক্ষণ হতে পারে।

8 / 8