সুস্বাদু মশলা চা তো এভাবেই বাড়িতে বানানো যায়, খামোকা বাজারে যাওয়ার দরকার কী!
Masala Chai Recipe: চা বানানোর সময় বিশেষ কিছু মশলা ব্যবহার করে আপনি এর স্বাদ এবং গুণমান দুটোই বাড়াতে পারবেন। ফলে এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিলে আপনার ভাল বৈ খারাপ হবে না। মসলা চা শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই চায়ের নেশা থাকলে বার বার দুধ চা না খাওয়াই ভাল। বিশেষ করে যারা সর্দি-কাশিতে ভুগছেন তারা অবশ্যই মসলা চাকেই নিজের সঙ্গী বানাবেন।
Most Read Stories