Migraine Pain: কাজের ফাঁকে হঠাৎ মাইগ্রেনের ব্যথা, কোন টোটকায় এড়াবেন মাথার যন্ত্রণা?
Headache Remedies: যার মাইগ্রেন রয়েছে, একমাত্র সে-ই বোঝে এই মাথার যন্ত্রণার কষ্ট। মাথার এক পাশে ব্যথা শুরু হয়ে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। তারপরই বসে থাকা দায় হয়ে পড়ে। কর্মক্ষেত্রে কিংবা কোনও ট্রিপে গিয়ে হঠাৎ করে মাইগ্রেনের সমস্যা শুরু হলে ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।
Most Read Stories