Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hepatitis: ক্লান্তি লাগে, খেতে ইচ্ছা করে না? হেপাটাইটিসে আক্রান্ত নন তো? কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

| Updated on: Jul 29, 2024 | 4:24 PM
আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। দিন দিন বাড়ছে হেপাটাইটিসের প্রকোপ। সংক্রমক ব্যধি হিসাবে, বিশ্বে এখন দ্বিতীয় স্থানে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উদ্বেগজনক স্থানে রয়েছে ভারতও।

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। দিন দিন বাড়ছে হেপাটাইটিসের প্রকোপ। সংক্রমক ব্যধি হিসাবে, বিশ্বে এখন দ্বিতীয় স্থানে এই রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উদ্বেগজনক স্থানে রয়েছে ভারতও।

1 / 8
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোজ পৃথিবীতে প্রায় ৩৫০০ জন আক্রান্ত হয় এই মারণ রোগে। হেপাটাইটিসের ভাইরাস মানুষের লিভারে আক্রমণ করে। তার মধ্যে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাই বেশি। এর মধ্যেও আবার সিংহভাগই হেপাটাইটিস বি আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোজ পৃথিবীতে প্রায় ৩৫০০ জন আক্রান্ত হয় এই মারণ রোগে। হেপাটাইটিসের ভাইরাস মানুষের লিভারে আক্রমণ করে। তার মধ্যে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাই বেশি। এর মধ্যেও আবার সিংহভাগই হেপাটাইটিস বি আক্রান্ত।

2 / 8
পরিসংখ্যান বলছে হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগের রুগী। আবার হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১৭ শতাংশই হেপাটাইটিস সি রোগে আক্রান্ত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃত্যু বা আক্রান্তের সংখ্যা বাড়লেও এই রোগ মারণ রোগ নয়।

পরিসংখ্যান বলছে হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগের রুগী। আবার হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ১৭ শতাংশই হেপাটাইটিস সি রোগে আক্রান্ত। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃত্যু বা আক্রান্তের সংখ্যা বাড়লেও এই রোগ মারণ রোগ নয়।

3 / 8
এর চিকিৎসা সম্ভব। এমনকি বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে এই দুই রোগের ওষুধ। তবু কেন বাড়ছে মৃতের সংখ্যা? আসলে এর পিছনে সচেতনতার অভাব বলেই মত।

এর চিকিৎসা সম্ভব। এমনকি বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে এই দুই রোগের ওষুধ। তবু কেন বাড়ছে মৃতের সংখ্যা? আসলে এর পিছনে সচেতনতার অভাব বলেই মত।

4 / 8
হেপাটাইটিস সংক্রমক রোগ। অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান, কিছু ক্ষেত্রে  কিছু ওষুধ এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে এই রোগে আক্রান্ত হতে পারেন।

হেপাটাইটিস সংক্রমক রোগ। অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান, কিছু ক্ষেত্রে কিছু ওষুধ এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে এই রোগে আক্রান্ত হতে পারেন।

5 / 8
প্রধানত এ, বি, সি, ও ই এই ৪ প্রকারের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। দূষিত খাবার অথবা জল খাওয়ার কারণে ছড়ায় হেপাটাইটিস এ। শরীরের তরল পদার্থ রক্ত, বীর্য এবং যোনি পথের নিঃসরণের সংস্পর্শে এসে হেপাটাইটিস বি রোগের সংক্রমণ ঘটে। এখানে একটি কথা মাথায় রাখবেন, হেপাটাইটিস আর এইচআইভি কিন্তু এক রোগ নয়।

প্রধানত এ, বি, সি, ও ই এই ৪ প্রকারের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। দূষিত খাবার অথবা জল খাওয়ার কারণে ছড়ায় হেপাটাইটিস এ। শরীরের তরল পদার্থ রক্ত, বীর্য এবং যোনি পথের নিঃসরণের সংস্পর্শে এসে হেপাটাইটিস বি রোগের সংক্রমণ ঘটে। এখানে একটি কথা মাথায় রাখবেন, হেপাটাইটিস আর এইচআইভি কিন্তু এক রোগ নয়।

6 / 8
সংক্রমিত রক্ত থেকে রক্তের মাধ্যমে হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।  হেপাটাইটিস ডি রোগের সংক্রমণের কারণ কেবলমাত্র ঐ রোগে আক্রান্ত আরেকজন রোগীই। হেপাটাইটিস ই রোগের কারণ হতে পারে দূষিত জল।

সংক্রমিত রক্ত থেকে রক্তের মাধ্যমে হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। হেপাটাইটিস ডি রোগের সংক্রমণের কারণ কেবলমাত্র ঐ রোগে আক্রান্ত আরেকজন রোগীই। হেপাটাইটিস ই রোগের কারণ হতে পারে দূষিত জল।

7 / 8
শরীরে ক্লান্তি, গাঢ় রঙের প্রস্রাব, পেটে ব্যথা, ফ্যাকাসে মল, খেতে অনীহা, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে আগে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলিই হতে পারে হেপাটাইটিসের প্রাথমিক লক্ষ্যণ।

শরীরে ক্লান্তি, গাঢ় রঙের প্রস্রাব, পেটে ব্যথা, ফ্যাকাসে মল, খেতে অনীহা, ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে আগে চিকিৎসকের পরামর্শ নিন। এগুলিই হতে পারে হেপাটাইটিসের প্রাথমিক লক্ষ্যণ।

8 / 8
Follow Us: