প্রধানত এ, বি, সি, ও ই এই ৪ প্রকারের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। দূষিত খাবার অথবা জল খাওয়ার কারণে ছড়ায় হেপাটাইটিস এ। শরীরের তরল পদার্থ রক্ত, বীর্য এবং যোনি পথের নিঃসরণের সংস্পর্শে এসে হেপাটাইটিস বি রোগের সংক্রমণ ঘটে। এখানে একটি কথা মাথায় রাখবেন, হেপাটাইটিস আর এইচআইভি কিন্তু এক রোগ নয়।