দ্রুত ওজন ঝরাতে গেলে যেমন শরীরচর্চা, ব্যায়ামে জোর দিতে হবে। তার পাশাপাশি খাদ্যতালিকাতেও আনতে হবে পরিবর্তন।
এমন সবহ খাবার খেতে যা শরীরে বিপাক ক্রীড়ার হার বাড়াবে। তাহলেই ওজন ঝরা শুরু হবে।
এ রকম খাবারের মধ্যে কিছু খাবার রয়েছে যা ওজন ঝরানোর সময় দারুণ কার্যকরী। সেই খাবারগুলির রং হয় কালো। এ রকমই পাঁচটি খাবার মেদ গলাতে সহায়ক।
ওঝন ঝরানোর সময় ব্ল্যাক বিন খেতে পারে। বিভিন্নভাবে রান্না করেই তা খাওয়া যায়। এতে রয়েছে প্রচুর প্রোটিন এবং ফাইবার। বিপাক হার বৃদ্ধিতে সাহায্য করে, আবার প্রোটিন পেশি গঠনে সহায়ক হয়।
ব্ল্যাক রাইস বা কালো চালকে অনেক সময় ফরবিডেন রাইস বলে। অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ এই চালের ভাত ডায়েটে রাখতে পারেন। এই চালে ফাইবারও রয়েছে প্রচুর।
ব্ল্যাকবেরিতে ফল হিসাবে ওজন কমানোর সময় খেতে পারেন। এতে ক্যালোরি অনেক কম। হজমে সাহায্য করে। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে মোকাবিলা করে। ডায়েটে স্ন্যাক্সের বদলে এই ফল রাখতে পারেন।
চিয়া সিড ভেজানো জল ওজন কমানোর সময় ডায়েটে রাখতে পরামর্শ দেন পুষ্টিবিদরা। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন সমৃদ্ধ বীজ শরীরে ম্যাজিকের মতো কাজ করে।
ব্ল্যাক লেনটিলস বা কালো মুসুর ডাল মেদ ঝরাতে সাহায্য করে। লো ক্যালোরি সমৃদ্ধ এই খাবারে বিপাক হার অনেক বাড়ে। যা ওজন ঝরানোর ক্ষেত্রে আবশ্যক।