Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cholesterol Diet: গরম বাড়তেই ডায়েটে বদল এনেছেন? এবার এই ৫ খাবার খেলেই কোলেস্টেরল নিয়ে no চিন্তা

Summer Foods: খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে সেখান থেকে হার্টের সমস্যা বাড়তে থাকে। তাই গরমে খাওয়া-দাওয়ার উপর নজর না দিলেই সমস্যা।

| Edited By: | Updated on: Apr 14, 2023 | 8:45 AM
একাধিক গবেষণায় দেখা গিয়েছে, আবহাওয়ার সঙ্গে কোলেস্টেরলের মাত্রা ওঠানামা করে। যেমন শীতে আমরা চর্বিজাতীয় খাবার বেশি খাই। আবার কারও মিষ্টিজাতীয় খাবারের প্রতি লোভ থাকে বারো মাস। তবে, গ্রীষ্মে এমন বেশ কিছু খাবার রয়েছে, যা কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী।

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, আবহাওয়ার সঙ্গে কোলেস্টেরলের মাত্রা ওঠানামা করে। যেমন শীতে আমরা চর্বিজাতীয় খাবার বেশি খাই। আবার কারও মিষ্টিজাতীয় খাবারের প্রতি লোভ থাকে বারো মাস। তবে, গ্রীষ্মে এমন বেশ কিছু খাবার রয়েছে, যা কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী।

1 / 8
খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে সেখান থেকে হার্টের সমস্যা বাড়তে থাকে। তাই খাওয়া-দাওয়ার উপর নজর না দিলেই সমস্যা। সুতরাং, গরমে যতই কষ্ট হোক, স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। প্রচুর পরিমাণে জল পান করবেন, তার সঙ্গে আর কী-কী রাখবেন, দেখে নিন।

খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে সেখান থেকে হার্টের সমস্যা বাড়তে থাকে। তাই খাওয়া-দাওয়ার উপর নজর না দিলেই সমস্যা। সুতরাং, গরমে যতই কষ্ট হোক, স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। প্রচুর পরিমাণে জল পান করবেন, তার সঙ্গে আর কী-কী রাখবেন, দেখে নিন।

2 / 8
এখন বাজারে অনায়াসে আপনি ঢেঁড়শ পেয়ে যাবেন। গরমকালের এই আনাজ কোলেস্টেরলের রোগীদের জন্য দারুণ উপকারী। ঢেঁড়শের মধ্যে পেকটিন নামের এক প্রকার ফাইবার রয়েছে যা চর্বি উৎপাদনে বাধা দেয়। এটাই কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেয় না।

এখন বাজারে অনায়াসে আপনি ঢেঁড়শ পেয়ে যাবেন। গরমকালের এই আনাজ কোলেস্টেরলের রোগীদের জন্য দারুণ উপকারী। ঢেঁড়শের মধ্যে পেকটিন নামের এক প্রকার ফাইবার রয়েছে যা চর্বি উৎপাদনে বাধা দেয়। এটাই কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেয় না।

3 / 8
হালফ্যাশনের যুগে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাভোকাডো। এই ফল কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী। অ্যাভোকাডো কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আপনি স্যালাদ হিসেবে এই অ্যাভোকাডো খেতে পারেন।

হালফ্যাশনের যুগে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাভোকাডো। এই ফল কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী। অ্যাভোকাডো কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আপনি স্যালাদ হিসেবে এই অ্যাভোকাডো খেতে পারেন।

4 / 8
র‍্যাসবেরি, স্ট্রবেরির মতো গরমকালে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এই ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা কোলেস্টেরলের রোগীদের স্বাস্থ্যের জন্য উপযোগী।

র‍্যাসবেরি, স্ট্রবেরির মতো গরমকালে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এই ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল রয়েছে, যা কোলেস্টেরলের রোগীদের স্বাস্থ্যের জন্য উপযোগী।

5 / 8
গরমে রোজ একটা করে কাঁচা রসুনের কোয়া খেতে পারেন। রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এই খাবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া গরমে একাধিক রোগের ঝুঁকি কমিয়ে দেয় রসুন।

গরমে রোজ একটা করে কাঁচা রসুনের কোয়া খেতে পারেন। রসুন খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এই খাবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া গরমে একাধিক রোগের ঝুঁকি কমিয়ে দেয় রসুন।

6 / 8
এই গরমে আপনি লেবুর রস, লেবুর জল পান করতে পারেন। যে কোনও সাইট্রাস ফল আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী।

এই গরমে আপনি লেবুর রস, লেবুর জল পান করতে পারেন। যে কোনও সাইট্রাস ফল আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। লেবুর মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী।

7 / 8
এই গরমে হালকা ব্রেকফাস্টের খোঁজে রয়েছেন? কোলেস্টেরলের রোগীরা ওটসের স্মুদি পান করতে পারেন। ওটসের তৈরি যে কোনও খাবারই কোলেস্টেরল রোগীদের জন্য উপযুক্ত। কারণ এই খাবার ফাইবার সমৃদ্ধ।

এই গরমে হালকা ব্রেকফাস্টের খোঁজে রয়েছেন? কোলেস্টেরলের রোগীরা ওটসের স্মুদি পান করতে পারেন। ওটসের তৈরি যে কোনও খাবারই কোলেস্টেরল রোগীদের জন্য উপযুক্ত। কারণ এই খাবার ফাইবার সমৃদ্ধ।

8 / 8
Follow Us:
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?