Zika: ডেঙ্গির সঙ্গে ভয় ধরাচ্ছে জিকা! এই রোগের উপসর্গ ও প্রতিরোধের উপায় জানুন
Zika symptoms: ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে। জিকা খুবই সংক্রামক। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি গর্ভবতী মা জিকা-য় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে।
Most Read Stories