Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zika: ডেঙ্গির সঙ্গে ভয় ধরাচ্ছে জিকা! এই রোগের উপসর্গ ও প্রতিরোধের উপায় জানুন

Zika symptoms: ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে। জিকা খুবই সংক্রামক। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি গর্ভবতী মা জিকা-য় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে।

| Updated on: Jul 08, 2024 | 6:03 PM
বর্ষা আসতে না আসতেই মশার উপদ্রপ শুরু হয়েছে।  আর মশার উপদ্রপ মানেই ম্যালেরিয়া, ডেঙ্গির আশঙ্কা। বর্তমানে এই দুই রোগের সঙ্গে ভয় ধরাচ্ছে মশাবাহিত আরও একটি রোগ, জিকা

বর্ষা আসতে না আসতেই মশার উপদ্রপ শুরু হয়েছে। আর মশার উপদ্রপ মানেই ম্যালেরিয়া, ডেঙ্গির আশঙ্কা। বর্তমানে এই দুই রোগের সঙ্গে ভয় ধরাচ্ছে মশাবাহিত আরও একটি রোগ, জিকা

1 / 8
মশার কামড়েই সৃষ্ট একটি রোগ হল, জিকা। এই রোগের উপসর্গ সাধারণ ফ্লু-র মতো। জ্বর দিয়েই এই রোগের প্রকাশ হয়

মশার কামড়েই সৃষ্ট একটি রোগ হল, জিকা। এই রোগের উপসর্গ সাধারণ ফ্লু-র মতো। জ্বর দিয়েই এই রোগের প্রকাশ হয়

2 / 8
ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে

ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। তবে ডেঙ্গির থেকে এই রোগটি আলাদা। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনকও হতে পারে

3 / 8
জিকা খুবই সংক্রামক। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি গর্ভবতী মা জিকা-য় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে

জিকা খুবই সংক্রামক। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি গর্ভবতী মা জিকা-য় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে

4 / 8
বর্ষাকালে মশার উপদ্রপ বাড়ায় জিকা-র প্রকোপ বাড়ে। এই রোগের এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন নেই। ফলে রোগ প্রতিরোধ করা জরুরি। গোড়াতেই রোগটি নির্ণয় করতে পারলে বিপদ থাকে না। এই রোগের উপসর্গগুলি জেনে নিন

বর্ষাকালে মশার উপদ্রপ বাড়ায় জিকা-র প্রকোপ বাড়ে। এই রোগের এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন নেই। ফলে রোগ প্রতিরোধ করা জরুরি। গোড়াতেই রোগটি নির্ণয় করতে পারলে বিপদ থাকে না। এই রোগের উপসর্গগুলি জেনে নিন

5 / 8
জিকা-র প্রাথমিক উপসর্গ হল জ্বর। হালকা জ্বরের পাশাপাশি মাথাব্যথা, পেশি ও গাঁটে-গাঁটে ব্যথা, ক্লান্তি, পেটে ব্যথা থাকবে। এছাড়া ত্বকে ফুসকুড়ি দেখা দেবে এবং চোখের পাতার নীচের অংশে প্রদাহ হবে

জিকা-র প্রাথমিক উপসর্গ হল জ্বর। হালকা জ্বরের পাশাপাশি মাথাব্যথা, পেশি ও গাঁটে-গাঁটে ব্যথা, ক্লান্তি, পেটে ব্যথা থাকবে। এছাড়া ত্বকে ফুসকুড়ি দেখা দেবে এবং চোখের পাতার নীচের অংশে প্রদাহ হবে

6 / 8
জিকা বাহিত মশা কামড়ানোর ৩-১৪ দিনের মধ্যে রোগের উপসর্গগুলি দেখা দেবে। এগুলি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। এই রোগে সংক্রমিত হলে মশারির মধ্যে আলাদা থাকার চেষ্টা করুন

জিকা বাহিত মশা কামড়ানোর ৩-১৪ দিনের মধ্যে রোগের উপসর্গগুলি দেখা দেবে। এগুলি দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। এই রোগে সংক্রমিত হলে মশারির মধ্যে আলাদা থাকার চেষ্টা করুন

7 / 8
জিকা থেকে বাঁচতে মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই বাড়িতে বা বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। জমা জলে মশা বংশবৃদ্ধি করে। এছাড়া ঘর পরিচ্ছন্ন রাখুন, রাতে ঘুমানোর সময় মশারি টাঙান। মশা হলে কয়েল বা মশা-নিরোধক তেল ব্যবহার করুন। ফুল হাতা জামা পড়ুন। সংক্রমিত ব্যক্তির থেকে দূরে থাকুন

জিকা থেকে বাঁচতে মশার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই বাড়িতে বা বাড়ির আশপাশে জল জমতে দেবেন না। জমা জলে মশা বংশবৃদ্ধি করে। এছাড়া ঘর পরিচ্ছন্ন রাখুন, রাতে ঘুমানোর সময় মশারি টাঙান। মশা হলে কয়েল বা মশা-নিরোধক তেল ব্যবহার করুন। ফুল হাতা জামা পড়ুন। সংক্রমিত ব্যক্তির থেকে দূরে থাকুন

8 / 8
Follow Us: