AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hornbill Festival: শুরু হয়ে গেছে নাগাল্যান্ডের মহোৎসব! প্রথম দিনেই কয়েক হাজার মানুষ ভিড় জমালো হর্নবিল উৎসবে

গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। এই দিনই এই উৎসবে কিসামা হেরিটেজ গ্রামে উপস্থিত ছিলেন ১২ হাজারেরও বেশি মানুষ।

| Edited By: | Updated on: Dec 03, 2021 | 6:58 PM
Share
গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। এই দিনই এই উৎসবে কিসামা হেরিটেজ গ্রামে উপস্থিত ছিলেন ১২ হাজারেরও বেশি মানুষ।

গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নাগাল্যান্ডের হর্নবিল উৎসব। এই দিনই এই উৎসবে কিসামা হেরিটেজ গ্রামে উপস্থিত ছিলেন ১২ হাজারেরও বেশি মানুষ।

1 / 7
প্রতি বছর ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে এই প্রাচীন উৎসব উদযাপিত হয়। তবে গত বছর করোনার জেরে বন্ধ ছিল। তাই এই বছর প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে এক বছর পর হলেও কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত করা হয়েছে হর্নবিল উৎসব।

প্রতি বছর ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে এই প্রাচীন উৎসব উদযাপিত হয়। তবে গত বছর করোনার জেরে বন্ধ ছিল। তাই এই বছর প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে এক বছর পর হলেও কোভিড বিধি মেনেই অনুষ্ঠিত করা হয়েছে হর্নবিল উৎসব।

2 / 7
এই বছর নাগাল্যান্ডে ২২তম হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।  ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। পর্যটন বিভাগের সহকারী পরিচালক টোকা ই টুকুমি জানিয়েছেন, ২২তম হর্নবিলের প্রথম দিন সাক্ষী ছিল ১২৪২০ দর্শনার্থীর। এর মধ্যে ৯৫২৭ জন স্থানীয় এবং ২৮৮২ জন ডোমেস্টিক পর্যটক ছিলেন।

এই বছর নাগাল্যান্ডে ২২তম হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। পর্যটন বিভাগের সহকারী পরিচালক টোকা ই টুকুমি জানিয়েছেন, ২২তম হর্নবিলের প্রথম দিন সাক্ষী ছিল ১২৪২০ দর্শনার্থীর। এর মধ্যে ৯৫২৭ জন স্থানীয় এবং ২৮৮২ জন ডোমেস্টিক পর্যটক ছিলেন।

3 / 7
অনুষ্ঠান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন, "এটি অন্যতম বৃহত্তম আদিবাসী উৎসব যেখানে আমাদের সংস্কৃতি এবং এর বৈচিত্র্যের স্বতন্ত্রতা তার সমস্ত আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়।"

অনুষ্ঠান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নেফিউ রিও বলেন, "এটি অন্যতম বৃহত্তম আদিবাসী উৎসব যেখানে আমাদের সংস্কৃতি এবং এর বৈচিত্র্যের স্বতন্ত্রতা তার সমস্ত আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়।"

4 / 7
এই হর্নবিল ফেস্টিভ্যালে নাগাল্যান্ডের ১৭টি বিভিন্ন উপজাতি একত্রিত হয়েছে। ১০ দিন ব্যাপী এই উৎসবে প্রতিদিনই চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হর্নবিল উৎসবে প্রতিদিন থাকছে উপজাতিদের সঙ্গীত, নৃত্য, খেলাধুলা, খাদ্য, মার্শাল আর্ট, লোকশিল্প, ওয়াকাথন, মাউন্টেন বাইকিং, ক্রসফিট চ্যালেঞ্জ, গাড়ি র‍্যালি, কুস্তি এবং স্থানীয় হস্তশিল্প ইত্যাদি। এছাড়াও রয়েছে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যাল, নাগাল্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল এবং নাগাল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন।

এই হর্নবিল ফেস্টিভ্যালে নাগাল্যান্ডের ১৭টি বিভিন্ন উপজাতি একত্রিত হয়েছে। ১০ দিন ব্যাপী এই উৎসবে প্রতিদিনই চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হর্নবিল উৎসবে প্রতিদিন থাকছে উপজাতিদের সঙ্গীত, নৃত্য, খেলাধুলা, খাদ্য, মার্শাল আর্ট, লোকশিল্প, ওয়াকাথন, মাউন্টেন বাইকিং, ক্রসফিট চ্যালেঞ্জ, গাড়ি র‍্যালি, কুস্তি এবং স্থানীয় হস্তশিল্প ইত্যাদি। এছাড়াও রয়েছে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যাল, নাগাল্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল এবং নাগাল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন।

5 / 7
হর্নবিল উৎসব’নাগাল্যান্ডের মহোৎসব বলে পরিচিত। এই উৎসবকে ভারতীয় ধনেশ পক্ষীর নাম অনুসারে হর্নবিল উৎসব নামে অভিহিত করা হয়। ধনেশ পক্ষীর স্থান নাগা জনজাতিসমূহের সংস্কৃতি এবং লোকসাহিত্যে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই সময় দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক পর্যটক আসেন এবং এই উৎসবে মেতে ওঠেন।

হর্নবিল উৎসব’নাগাল্যান্ডের মহোৎসব বলে পরিচিত। এই উৎসবকে ভারতীয় ধনেশ পক্ষীর নাম অনুসারে হর্নবিল উৎসব নামে অভিহিত করা হয়। ধনেশ পক্ষীর স্থান নাগা জনজাতিসমূহের সংস্কৃতি এবং লোকসাহিত্যে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই সময় দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক পর্যটক আসেন এবং এই উৎসবে মেতে ওঠেন।

6 / 7
নাগা আদিবাসীরা আকর্ষণীয় এবং রং-বেরঙের পোষাকে সাজেন। সঙ্গে থাকে উজ্জ্বল রঙের কিছু অলঙ্কার, ওঁরৈ ছাগলের শিঙ দিয়ে তৈরি গলার হার, মুকুট এবং পায়ের বেড়ি দিয়ে সাজে। এই উৎসবে হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার পরে নাচ-গান করা এক ঐতিহ্যের বিষয়বস্তু। প্রাচীনকালে যুদ্ধে বিরত্ব দেখানোর জন্য হাতির দাঁতের তৈরি অলঙ্কার পরতেন তাঁরা, সেই রেওয়াজকে অটুট রাখতেই এই রীতি।

নাগা আদিবাসীরা আকর্ষণীয় এবং রং-বেরঙের পোষাকে সাজেন। সঙ্গে থাকে উজ্জ্বল রঙের কিছু অলঙ্কার, ওঁরৈ ছাগলের শিঙ দিয়ে তৈরি গলার হার, মুকুট এবং পায়ের বেড়ি দিয়ে সাজে। এই উৎসবে হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার পরে নাচ-গান করা এক ঐতিহ্যের বিষয়বস্তু। প্রাচীনকালে যুদ্ধে বিরত্ব দেখানোর জন্য হাতির দাঁতের তৈরি অলঙ্কার পরতেন তাঁরা, সেই রেওয়াজকে অটুট রাখতেই এই রীতি।

7 / 7