Hair Serum: চুলে আনুন একস্ট্রা শাইন, বাড়িতেই বানিয়ে নিন হেয়ার সিরাম

Hair Care At Home: বাজার চলতি রাসায়নিক যত বেশি ব্যবহার করবেন ততই চুলের ক্ষতি। আর তাই চেষ্টা করুন বাড়িতেই সাধারণ উপকরণে তা বানিয়ে নিতে

| Edited By: | Updated on: Jun 06, 2023 | 9:20 PM
গরমের দিনে চুল অতিরিক্ত বেশি রুক্ষ্ম, শুষ্ক হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমে মানুষের বেঁচে থাকাই দায়, অতিরিক্ত গরম-ঘামে মাথা ধরে থাকে। আর চুলে যদি ধুলো পড়ে জট পড়ে তাহলে সমস্যা আরও অনেক বেশি সঙ্গীন হয়ে পড়ে।

গরমের দিনে চুল অতিরিক্ত বেশি রুক্ষ্ম, শুষ্ক হয়ে পড়ে। মাত্রাতিরিক্ত গরমে মানুষের বেঁচে থাকাই দায়, অতিরিক্ত গরম-ঘামে মাথা ধরে থাকে। আর চুলে যদি ধুলো পড়ে জট পড়ে তাহলে সমস্যা আরও অনেক বেশি সঙ্গীন হয়ে পড়ে।

1 / 8
যে কারণে গরমে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়ম করে শ্যাম্পু আর কন্ডিশনারের ব্যবহার করতে হবে। তবেই চুল নরম থাকে।

যে কারণে গরমে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিয়ম করে শ্যাম্পু আর কন্ডিশনারের ব্যবহার করতে হবে। তবেই চুল নরম থাকে।

2 / 8
এছাড়াও আজকাল স্টাইল বজায় রাখতে অনেকেই চুলে রং করে রাখেন। চুলে নানা ট্রিটমেন্ট করান। এর ফলে চুল অতিরিক্ত রুক্ষ্ম, শুষ্ক হয়ে যায়।

এছাড়াও আজকাল স্টাইল বজায় রাখতে অনেকেই চুলে রং করে রাখেন। চুলে নানা ট্রিটমেন্ট করান। এর ফলে চুল অতিরিক্ত রুক্ষ্ম, শুষ্ক হয়ে যায়।

3 / 8
বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে রাসায়নিক যুক্ত শ্যাম্পু, সিরাম অনেকেই কেনেন। আর এই সব প্রোডাক্টের দাম নেহাত কম নয়। পরিবর্তে তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে রাসায়নিক যুক্ত শ্যাম্পু, সিরাম অনেকেই কেনেন। আর এই সব প্রোডাক্টের দাম নেহাত কম নয়। পরিবর্তে তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

4 / 8
একটি বাটিতে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল নিন। ৪ টি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে

একটি বাটিতে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল নিন। ৪ টি উপকরণই ভালোভাবে মিশিয়ে নিতে হবে

5 / 8
ওই মিশ্রণে আরও ১ টেবিল চামচ গোলাপ জল দিন। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন মিশ্রণটি ঘন পেস্টের মতো হয়ে যাবে, তখন তা  একটি ছোট পাম্প বোতলে ভরে নিন

ওই মিশ্রণে আরও ১ টেবিল চামচ গোলাপ জল দিন। মিশ্রণটিকে খুব ভালোভাবে মেশাতে হবে। যখন মিশ্রণটি ঘন পেস্টের মতো হয়ে যাবে, তখন তা একটি ছোট পাম্প বোতলে ভরে নিন

6 / 8
শ্যাম্পু করার পর চুল ভাল ভাবে শুকিয়ে নিতে হবে। এবার চুল মাঝ বরাবর আঁচড়ে স্প্রে করুন ওই সিরাম। এতে চুলের শাইনিং ভাব বজায় থাকে।

শ্যাম্পু করার পর চুল ভাল ভাবে শুকিয়ে নিতে হবে। এবার চুল মাঝ বরাবর আঁচড়ে স্প্রে করুন ওই সিরাম। এতে চুলের শাইনিং ভাব বজায় থাকে।

7 / 8
এই সিরাম লাগানোর পর খুব ভাল করে ম্যাসাজ করে নিন। এতে চুলে রক্ত চলাচল ভাল হবে। সেই সঙ্গে চুলের গ্রোথও হবে।

এই সিরাম লাগানোর পর খুব ভাল করে ম্যাসাজ করে নিন। এতে চুলে রক্ত চলাচল ভাল হবে। সেই সঙ্গে চুলের গ্রোথও হবে।

8 / 8
Follow Us: