Lord’s Cricket Stadium: তুষারশুভ্র লর্ডস, বরফের পুরু আস্তরণে ঢেকেছে ক্রিকেটের ‘মক্কা’

লর্ডসের সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাদা তুলোর মতো বরফ। এইসময়ে ইংল্যান্ডে কোনও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট চলছে না। তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছিল। তাতেই বাগড়া দিল ভারী তুষারপাত।

| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:10 AM
জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে...। বড়দিন আসতে আর হাতে গোনা কয়েকটা দিন। ডিসেম্বরের শীত তার জানান দিচ্ছে ভালোমতোই। নাহ্, শহর কলকাতায় হাঁড়াকাপানো ঠান্ডা না পড়লেও সারা ইংল্যান্ড জুড়ে এখন বরফের চাদর।(ছবি:টুইটার)

জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে...। বড়দিন আসতে আর হাতে গোনা কয়েকটা দিন। ডিসেম্বরের শীত তার জানান দিচ্ছে ভালোমতোই। নাহ্, শহর কলকাতায় হাঁড়াকাপানো ঠান্ডা না পড়লেও সারা ইংল্যান্ড জুড়ে এখন বরফের চাদর।(ছবি:টুইটার)

1 / 5
বাদ যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয়, আইকনিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামও। লর্ডসের সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাদা তুলোর মতো বরফ। (ছবি:টুইটার)

বাদ যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয়, আইকনিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামও। লর্ডসের সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাদা তুলোর মতো বরফ। (ছবি:টুইটার)

2 / 5
এইসময়ে ইংল্যান্ডে কোনও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট চলছে না। তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছিল। তাতেই বাগড়া দিল ভারী তুষারপাত।(ছবি:টুইটার)

এইসময়ে ইংল্যান্ডে কোনও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্ট চলছে না। তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছিল। তাতেই বাগড়া দিল ভারী তুষারপাত।(ছবি:টুইটার)

3 / 5
এই মাঠে স্নো ক্রিকেটটা খেলাই যায়। কী বলেন? কাশ্মীরের স্থানীয় ছেলেরা বরফের উপর ক্রিকেট খেলে অভ্যস্ত। (ছবি:টুইটার)

এই মাঠে স্নো ক্রিকেটটা খেলাই যায়। কী বলেন? কাশ্মীরের স্থানীয় ছেলেরা বরফের উপর ক্রিকেট খেলে অভ্যস্ত। (ছবি:টুইটার)

4 / 5
বরফপাত থামার অপেক্ষা ছাড়া উপায় নেই। আবহাওয়ার উন্নতি হলে কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়বেন মাঠ কর্মীরা। তারই অপেক্ষায় ক্রিকেটের মক্কা। (ছবি:টুইটার)

বরফপাত থামার অপেক্ষা ছাড়া উপায় নেই। আবহাওয়ার উন্নতি হলে কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমে পড়বেন মাঠ কর্মীরা। তারই অপেক্ষায় ক্রিকেটের মক্কা। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: