Indian Railways: ট্রেনের গায়ে লেখা থাকে ৫ ডিজিটের কোড, কী কাজে লাগে এই নম্বর?

Indian Railways: প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে বিভিন্ন রুটে। ট্রেনগুলিকে শনাক্ত করার জন্যই এই নম্বর বা ৫ ডিজিটের কোড দেওয়া হয়। এই কোডে প্রতিটি নম্বরেরও নিজস্ব অর্থ রয়েছে।

| Updated on: Jun 03, 2024 | 1:39 PM
দূরপাল্লার ট্রেনে তো কমবেশি সবাই-ই চড়েছেন। কিন্তু লক্ষ্য করেছেন কি ট্রেনের গায়ে লেখা থাকে ৫টি নম্বর। প্রতিটি কামরার মধ্যেই এই নম্বর লেখা থাকে। কখনও ভেবেছেন, এই নম্বরগুলির অর্থ কী?

দূরপাল্লার ট্রেনে তো কমবেশি সবাই-ই চড়েছেন। কিন্তু লক্ষ্য করেছেন কি ট্রেনের গায়ে লেখা থাকে ৫টি নম্বর। প্রতিটি কামরার মধ্যেই এই নম্বর লেখা থাকে। কখনও ভেবেছেন, এই নম্বরগুলির অর্থ কী?

1 / 9
প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে বিভিন্ন রুটে। ট্রেনগুলিকে শনাক্ত করার জন্যই এই নম্বর বা ৫ ডিজিটের কোড দেওয়া হয়।

প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে বিভিন্ন রুটে। ট্রেনগুলিকে শনাক্ত করার জন্যই এই নম্বর বা ৫ ডিজিটের কোড দেওয়া হয়।

2 / 9
ট্রেনের গায়ে লেখা এই ৫ ডিজিটের কোডে প্রথম দুটি সংখ্যা, কোন বছরে কোচটি তৈরি হয়েছে, তা বোঝায়। পরের তিনটি সংখ্য়া কামরাটি কোন শ্রেণির, তা নির্দেশ করে।

ট্রেনের গায়ে লেখা এই ৫ ডিজিটের কোডে প্রথম দুটি সংখ্যা, কোন বছরে কোচটি তৈরি হয়েছে, তা বোঝায়। পরের তিনটি সংখ্য়া কামরাটি কোন শ্রেণির, তা নির্দেশ করে।

3 / 9
ধরা যাক, আপনি ট্রেনের যে বগিতে যাচ্ছেন, তার গায়ে লেখা ২২৩৫৮। অর্থাৎ ট্রেনের কামরাটি ২০২২ সালে তৈরি হয়েছে। যে কোচে যাচ্ছেন, তা স্লিপার কোচের।

ধরা যাক, আপনি ট্রেনের যে বগিতে যাচ্ছেন, তার গায়ে লেখা ২২৩৫৮। অর্থাৎ ট্রেনের কামরাটি ২০২২ সালে তৈরি হয়েছে। যে কোচে যাচ্ছেন, তা স্লিপার কোচের।

4 / 9
এবার শেষের তিনটি ডিজিট বোঝায় কোন শ্রেণির কামরায় যাত্রা করছেন। অর্থাৎ এসি, স্লিপার নাকি জেনারেল কামরায় ভ্রমণ করছেন, তা বোঝা যাবে এই নম্বর থেকে।

এবার শেষের তিনটি ডিজিট বোঝায় কোন শ্রেণির কামরায় যাত্রা করছেন। অর্থাৎ এসি, স্লিপার নাকি জেনারেল কামরায় ভ্রমণ করছেন, তা বোঝা যাবে এই নম্বর থেকে।

5 / 9
০০১ থেকে ০২৫ - এই নম্বরগুলি বোঝায় এসি ফার্স্ট ক্লাসের জন্য। ১০১ থেকে ১৫০- নম্বরগুলি বোঝায় এসি ৩ টায়ারের জন্য।

০০১ থেকে ০২৫ - এই নম্বরগুলি বোঝায় এসি ফার্স্ট ক্লাসের জন্য। ১০১ থেকে ১৫০- নম্বরগুলি বোঝায় এসি ৩ টায়ারের জন্য।

6 / 9
 ১৫১ থেকে ২০০ -নম্বরগুলি বোঝায় চেয়ার কারের জন্য। ২০১ থেকে ৪০০ নম্বর বোঝায় স্লিপার ক্লাসের জন্য।

১৫১ থেকে ২০০ -নম্বরগুলি বোঝায় চেয়ার কারের জন্য। ২০১ থেকে ৪০০ নম্বর বোঝায় স্লিপার ক্লাসের জন্য।

7 / 9
৪০১ থেকে ৬০০- নম্বরগুলি জেনারেল কোচ এবং ৬০১ থেকে ৭০০ -নম্বর সেকেন্ড ক্লাস কোচ বোঝায়।

৪০১ থেকে ৬০০- নম্বরগুলি জেনারেল কোচ এবং ৬০১ থেকে ৭০০ -নম্বর সেকেন্ড ক্লাস কোচ বোঝায়।

8 / 9
যদি কোনও কোচের শেষের তিনটি নম্বর ৮০০ বা তার বেশি হয়, তবে তা মেইল, জেনারেটর বা প্যান্ট্রি কার-কে বোঝায়।

যদি কোনও কোচের শেষের তিনটি নম্বর ৮০০ বা তার বেশি হয়, তবে তা মেইল, জেনারেটর বা প্যান্ট্রি কার-কে বোঝায়।

9 / 9
Follow Us: