শালের ব্যবসা দিয়ে শুরু, প্রথম স্ত্রীর বিরুদ্ধে পরিবারের সদস্যর সঙ্গেই পরকীয়ার অভিযোগ ছিল রাজের

raj kundra: রাজ কুন্দ্রার জীবন বৈচিত্র্যময়। তাঁর পরিচয় শুধু শিল্পা শেট্টির স্বামী নয়। নেপালে শালের ব্যবসা দিয়ে কেরিয়ার শুরু করা রাজের জীবনে বারেবারে এসেছে বিতর্ক...

| Edited By: | Updated on: Jul 24, 2021 | 4:29 PM
রাজ কুন্দ্রা। বিগত বেশ কিছুদিন ধরেই যিনি চর্চায়। পর্নকাণ্ডে তিনি আলোচনার মূল কেন্দ্রে। আপাতত তাঁর ঠিকানা বাইকুল্লা জেল। আগামী মঙ্গলবার অবধি থাকতে হবে সেখানেই, নির্দেশ আদালতের। রাজ কুন্দ্রার জীবন বৈচিত্র্যময়। তাঁর পরিচয় শুধু শিল্পা শেট্টির স্বামী নয়। নেপালে শালের ব্যবসা দিয়ে কেরিয়ার শুরু করা রাজের জীবনে বারেবারে এসেছে বিতর্ক...

রাজ কুন্দ্রা। বিগত বেশ কিছুদিন ধরেই যিনি চর্চায়। পর্নকাণ্ডে তিনি আলোচনার মূল কেন্দ্রে। আপাতত তাঁর ঠিকানা বাইকুল্লা জেল। আগামী মঙ্গলবার অবধি থাকতে হবে সেখানেই, নির্দেশ আদালতের। রাজ কুন্দ্রার জীবন বৈচিত্র্যময়। তাঁর পরিচয় শুধু শিল্পা শেট্টির স্বামী নয়। নেপালে শালের ব্যবসা দিয়ে কেরিয়ার শুরু করা রাজের জীবনে বারেবারে এসেছে বিতর্ক...

1 / 10
লন্ডনে জন্মেছিলেন রাজ। বাবা বাল কৃষ্ণ কুন্দ্রা পঞ্জাব থেকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। খুঁজতে চেয়েছিলেন ভাল থাকার রসদ। কিন্তু লন্ডনে এসে নিয়েছিলেন কন্ডাক্টরের কাজ।

লন্ডনে জন্মেছিলেন রাজ। বাবা বাল কৃষ্ণ কুন্দ্রা পঞ্জাব থেকে পাড়ি জমিয়েছিলেন লন্ডনে। খুঁজতে চেয়েছিলেন ভাল থাকার রসদ। কিন্তু লন্ডনে এসে নিয়েছিলেন কন্ডাক্টরের কাজ।

2 / 10
বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন মা। কাজ করতে শুরু করেন দোকানে আবার কখনও বা কারখানায়। রাজের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে।

বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন মা। কাজ করতে শুরু করেন দোকানে আবার কখনও বা কারখানায়। রাজের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে।

3 / 10
রাজ দারিদ্যকে ঘৃণা করতেন। ধনী হওয়ার ইচ্ছে ছিল ছোট থেকেই। কিন্তু কীভাবে? উপায় নিজেই খুঁজে নিয়েছিলেন তিনি। রাজ কলেজে ঢুকেও তা ছেড়ে দেন মাঝপথেই।

রাজ দারিদ্যকে ঘৃণা করতেন। ধনী হওয়ার ইচ্ছে ছিল ছোট থেকেই। কিন্তু কীভাবে? উপায় নিজেই খুঁজে নিয়েছিলেন তিনি। রাজ কলেজে ঢুকেও তা ছেড়ে দেন মাঝপথেই।

4 / 10
নেপালে পশমিনা শালের ব্যবসা করতে শুরু করেন তিনি। পরে লণ্ডনের ফ্যাশন হাউজে শুরু করেন শালের আমদানি-রপ্তানির ব্যবসা। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তাঁর।

নেপালে পশমিনা শালের ব্যবসা করতে শুরু করেন তিনি। পরে লণ্ডনের ফ্যাশন হাউজে শুরু করেন শালের আমদানি-রপ্তানির ব্যবসা। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে তাঁর।

5 / 10
শিল্পার সঙ্গে রাজের বিয়ের আগেও তাঁর একবার বিয়ে হয়েছিল। প্রথমা স্ত্রীর নাম কবিতা। তাঁদের এক সন্তানও রয়েছে। এক বিজনেস ডিলের ব্যাপারে পাকা কথা বলতেই রাজের সঙ্গে শিল্পার দেখা হয়।

শিল্পার সঙ্গে রাজের বিয়ের আগেও তাঁর একবার বিয়ে হয়েছিল। প্রথমা স্ত্রীর নাম কবিতা। তাঁদের এক সন্তানও রয়েছে। এক বিজনেস ডিলের ব্যাপারে পাকা কথা বলতেই রাজের সঙ্গে শিল্পার দেখা হয়।

6 / 10
সাল ২০০৭। সে সময় বিগ ব্রাদার রিয়ালিটি শো'র কারণে শিল্পা আন্তর্জাতিক মুখ। বহুদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি রাজ-শিল্পা। ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা।

সাল ২০০৭। সে সময় বিগ ব্রাদার রিয়ালিটি শো'র কারণে শিল্পা আন্তর্জাতিক মুখ। বহুদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি রাজ-শিল্পা। ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা।

7 / 10
রাজের প্রথমা স্ত্রী অভিযোগ করেছিলেন শিল্পার জন্যই নাকি সম্পর্কে ভাঙন ধরেছিল তাঁদের। কিন্তু সেই অভিযোগকে একেবারে নস্যাৎ করে গ্রেফতারির কিছু মাস আগে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন রাজ।

রাজের প্রথমা স্ত্রী অভিযোগ করেছিলেন শিল্পার জন্যই নাকি সম্পর্কে ভাঙন ধরেছিল তাঁদের। কিন্তু সেই অভিযোগকে একেবারে নস্যাৎ করে গ্রেফতারির কিছু মাস আগে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন রাজ।

8 / 10
জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা জড়িয়েছিলেন পরকীয়ায়। তাঁর পরিবারেরই এক সদস্যের সঙ্গে। সেই সদস্য আর কেউ নন, রাজের বোনের বর অর্থাৎ জামাইবাবু। রাজ দাবি করেন, তাঁদের সেই সম্পর্কের কথা নাকি টের পেয়েছিলেন রাজের মা। এর পর থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তিনি।

জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা জড়িয়েছিলেন পরকীয়ায়। তাঁর পরিবারেরই এক সদস্যের সঙ্গে। সেই সদস্য আর কেউ নন, রাজের বোনের বর অর্থাৎ জামাইবাবু। রাজ দাবি করেন, তাঁদের সেই সম্পর্কের কথা নাকি টের পেয়েছিলেন রাজের মা। এর পর থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তিনি।

9 / 10
বরাবরই স্বামীর পাশে দাঁড়িয়েছেন শিল্পা। পর্নকাণ্ডে গ্রেফতারির পরেও একই চিত্র। শিল্পা জানিয়েছেন এরোটিকা ছবি বানালেও পর্নকাণ্ডে রাজ দোষী নন। চলছে তদন্ত। বলিউডের নতুন 'নায়ক' রাজ কুন্দ্রা... ।

বরাবরই স্বামীর পাশে দাঁড়িয়েছেন শিল্পা। পর্নকাণ্ডে গ্রেফতারির পরেও একই চিত্র। শিল্পা জানিয়েছেন এরোটিকা ছবি বানালেও পর্নকাণ্ডে রাজ দোষী নন। চলছে তদন্ত। বলিউডের নতুন 'নায়ক' রাজ কুন্দ্রা... ।

10 / 10
Follow Us: