প্রথম মহিলা বাইকার হিসেবে ভয়ংকর উমলিংলা-সহ ১৮টি পাস অতিক্রম করে নয়া নজির এই বীরাঙ্গনার!
প্রথম মহিলা হিসেবে তো বটেই বিশ্বের প্রথম সোলো মোটরসাইকেল এক্সপেডিশন শেষ করে বিরল নজির গড়লেন মাউন্টেন বাইকার কাঞ্চন উগুরসান্ডি। নয়াদিল্লি থেকে শুরু হয়েছিল যাত্রা। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, উত্তর হিমালয়ের পাহাড়ি রেঞ্জের মোট ১৮টি ভয়ংকর পাস অতিক্রম করেছেন এই বীরাঙ্গনা।
Most Read Stories