প্রথম মহিলা বাইকার হিসেবে ভয়ংকর উমলিংলা-সহ ১৮টি পাস অতিক্রম করে নয়া নজির এই বীরাঙ্গনার!

প্রথম মহিলা হিসেবে তো বটেই বিশ্বের প্রথম সোলো মোটরসাইকেল এক্সপেডিশন শেষ করে বিরল নজির গড়লেন মাউন্টেন বাইকার কাঞ্চন উগুরসান্ডি। নয়াদিল্লি থেকে শুরু হয়েছিল যাত্রা। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, উত্তর হিমালয়ের পাহাড়ি রেঞ্জের মোট ১৮টি ভয়ংকর পাস অতিক্রম করেছেন এই বীরাঙ্গনা।

| Edited By: | Updated on: Jul 31, 2021 | 1:55 PM
মন্ত্রকের বিবৃতি অনুসারে, দীর্ঘ মাসব্যাপী এই অবিশ্বাস্যকর অভিযানের সাক্ষী থাকতে তিনিই একমাত্র প্রথম মহিলা হিসেবে সোলো রাইডার ছিলেন। মিস উগুরসান্ডি প্রথম মহিলা বাইকার যিনি উমলিংলা পাস-সহ ১৮টি মারাত্মক পাস অতিক্রম করেছেন।

মন্ত্রকের বিবৃতি অনুসারে, দীর্ঘ মাসব্যাপী এই অবিশ্বাস্যকর অভিযানের সাক্ষী থাকতে তিনিই একমাত্র প্রথম মহিলা হিসেবে সোলো রাইডার ছিলেন। মিস উগুরসান্ডি প্রথম মহিলা বাইকার যিনি উমলিংলা পাস-সহ ১৮টি মারাত্মক পাস অতিক্রম করেছেন।

1 / 7
নয়া দিল্লি- মানালি-লেহ-উমলিংলা-দিল্লি, এই ছিল তাঁর অভিযানের রুট। মোট ৩,১৮৭ কিমি পথ তিনি একক মহিলা বাইকার হিসেবে অভিযান সফল করেছেন।

নয়া দিল্লি- মানালি-লেহ-উমলিংলা-দিল্লি, এই ছিল তাঁর অভিযানের রুট। মোট ৩,১৮৭ কিমি পথ তিনি একক মহিলা বাইকার হিসেবে অভিযান সফল করেছেন।

2 / 7
গত ১১জুন নয়াদিল্লি থেকে তাঁর যাত্রা শুরু হয়। সেই সময় তাঁর শুভযাত্রার জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফ্ল্যাগ অফ করেছিলেন।

গত ১১জুন নয়াদিল্লি থেকে তাঁর যাত্রা শুরু হয়। সেই সময় তাঁর শুভযাত্রার জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফ্ল্যাগ অফ করেছিলেন।

3 / 7
টানা ২৫ দিনের লম্বা কঠিন পথ ও ১৮টি পাস শেষ করে মহিলা বাইকারদের অনুপ্রাণিত করেছেন। প্রসঙ্গত বর্ডার রোড অর্গানাইজেশেনর অন্তর্গত ১৯,৩০০ফিট উচ্চতায় ভয়ংকর ও বিশ্বের উচ্চতম মোটরেবল উমলিংলা পাস-ও জয় করে ফেলেন তিনি।

টানা ২৫ দিনের লম্বা কঠিন পথ ও ১৮টি পাস শেষ করে মহিলা বাইকারদের অনুপ্রাণিত করেছেন। প্রসঙ্গত বর্ডার রোড অর্গানাইজেশেনর অন্তর্গত ১৯,৩০০ফিট উচ্চতায় ভয়ংকর ও বিশ্বের উচ্চতম মোটরেবল উমলিংলা পাস-ও জয় করে ফেলেন তিনি।

4 / 7
শুধু নিজের প্যাশনের জোড়েই এই গুরুত্বপূর্ণ অভিযান শেষ করেছেন তাই নয়, সোলো মোটরসাইকেল অভিযানকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সড়ক ও কোভিড নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতেও তিনি সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শুধু নিজের প্যাশনের জোড়েই এই গুরুত্বপূর্ণ অভিযান শেষ করেছেন তাই নয়, সোলো মোটরসাইকেল অভিযানকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সড়ক ও কোভিড নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতেও তিনি সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

5 / 7
বিআরও-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী জানিয়েছেন, এই অনন্য মোটরসাইকেল অভিযান ভারতীয় মহিলাদের দৃঢ়সংকল্প ও অনুপ্রাণিত করে। সমাজের স্টিরিওটাইপ চিন্তাধারাকে ভেঙ্গে নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মহিলারা।

বিআরও-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী জানিয়েছেন, এই অনন্য মোটরসাইকেল অভিযান ভারতীয় মহিলাদের দৃঢ়সংকল্প ও অনুপ্রাণিত করে। সমাজের স্টিরিওটাইপ চিন্তাধারাকে ভেঙ্গে নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন মহিলারা।

6 / 7
যে গুলি আগে কখনও কেউ ভাবতেই পারেননি, সেটাই এখন সাদরে গ্রহণ করা হচ্ছে। নারীর ক্ষমতায়নকে কুর্নিশ জানিয়েছেন তিনি।

যে গুলি আগে কখনও কেউ ভাবতেই পারেননি, সেটাই এখন সাদরে গ্রহণ করা হচ্ছে। নারীর ক্ষমতায়নকে কুর্নিশ জানিয়েছেন তিনি।

7 / 7
Follow Us: