UEFA Awards: উয়েফার বর্ষসেরা পুরস্কার বেঞ্জেমার হাতে, সেরা কোচ আনসেলত্তি
Karim Benzema: ইস্তানবুলে ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হল উয়েফা পুরস্কার। প্রত্যাশামতোই সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমার হাতে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ১৫টি গোল করে রিয়ালের হয়ে ট্রফি জয়। লা লিগাতেও সর্বাধিক ৪৪টি গোল। এই পুরস্কারের জোর দাবিদার ছিলেন বেঞ্জেমা।
Most Read Stories