Unknown Facts: কেজিএফ স্টার যশ কোটি টাকার মালিক, জানেন কি আজও তাঁর বাবা বাস চালান দক্ষিণ ভারতে

Yash: পরিচালক জানতেনই না যে যশের বাবার একজন বাস চালক। এবং বর্তমানে তিনি বাস চালিয়ে যাচ্ছেন, যেখানে তাঁর ছেলে এখন সুপারস্টার।

| Edited By: | Updated on: Jun 16, 2022 | 1:03 PM
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেজিএফ স্টার রকি ভাই অর্থাৎ যশের জীবনের কাহিনি সকলকে চমকে দেওয়ার মত। সিনে দুনিয়ায় ছিল না কোনও গডফাদার। নিজের চেষ্টাতেই কাজ শুরু করা। প্রথমে পরিবার থেকে মেলেনি সম্মতি।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেজিএফ স্টার রকি ভাই অর্থাৎ যশের জীবনের কাহিনি সকলকে চমকে দেওয়ার মত। সিনে দুনিয়ায় ছিল না কোনও গডফাদার। নিজের চেষ্টাতেই কাজ শুরু করা। প্রথমে পরিবার থেকে মেলেনি সম্মতি।

1 / 6
দারিদ্রের সঙ্গে যুদ্ধ করছিলেন যশ। বাবা সাধারণ একজন বাসচালক। যশের চোখে স্বপ্ন ছিল তিনি স্টার হবেন। সাধারণের মনে যাঁর জায়গা হবে। বাবা-মায়ের অসম্মতি সত্ত্বেও পড়াশুনা ছেড়ে দিয়েছিলেন যশ। পড়ে থাকতেন একটা ছোট পার্ঠের জন্য।

দারিদ্রের সঙ্গে যুদ্ধ করছিলেন যশ। বাবা সাধারণ একজন বাসচালক। যশের চোখে স্বপ্ন ছিল তিনি স্টার হবেন। সাধারণের মনে যাঁর জায়গা হবে। বাবা-মায়ের অসম্মতি সত্ত্বেও পড়াশুনা ছেড়ে দিয়েছিলেন যশ। পড়ে থাকতেন একটা ছোট পার্ঠের জন্য।

2 / 6
ভাগ্য ফেরে কেজিএফ ছবি থেকে। রাতারাতি জনপ্রিয় হন যশ। বক্স অফিসেও ঝড় তোলে ছবি। সুপারস্টারের তকমা পান যশ। এরপর কেজিএফ ২, আরও হিট। বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার মালিক যশ।

ভাগ্য ফেরে কেজিএফ ছবি থেকে। রাতারাতি জনপ্রিয় হন যশ। বক্স অফিসেও ঝড় তোলে ছবি। সুপারস্টারের তকমা পান যশ। এরপর কেজিএফ ২, আরও হিট। বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার মালিক যশ।

3 / 6
তবে সংসারের আর্থিক সমীকরণ পাল্টালেও আজও তাঁর বাবা অর্জুন কুমার বাসই চালান। সম্প্রতি এই কাহিনি পরিচালক রাজামৌলি সকলের সঙ্গে শেয়ার করেন। যা শুনে চোখে জল চলে আসে ভক্তদের। গর্বের সঙ্গে পরিচালক জানান, এই সত্যি ঘটনা জানতে পেরে তিনি ঠিক কতটা চমকে উঠেছিলেন।

তবে সংসারের আর্থিক সমীকরণ পাল্টালেও আজও তাঁর বাবা অর্জুন কুমার বাসই চালান। সম্প্রতি এই কাহিনি পরিচালক রাজামৌলি সকলের সঙ্গে শেয়ার করেন। যা শুনে চোখে জল চলে আসে ভক্তদের। গর্বের সঙ্গে পরিচালক জানান, এই সত্যি ঘটনা জানতে পেরে তিনি ঠিক কতটা চমকে উঠেছিলেন।

4 / 6
পরিচালক রাজামৌলির কথায়, তিনি জানতেনই না যে যশের বাবার একজন বাস চালক। এবং বর্তমানে তিনি বাস চালিয়ে যাচ্ছেন, যেখানে তাঁর ছেলে এখন সুপারস্টার। তিনি নিজের কাজ থামাননি। এঁরাই হলেন আসল হিরো। সম্মান জানিয়ে বলেন পরিচালক রাজামৌলি।

পরিচালক রাজামৌলির কথায়, তিনি জানতেনই না যে যশের বাবার একজন বাস চালক। এবং বর্তমানে তিনি বাস চালিয়ে যাচ্ছেন, যেখানে তাঁর ছেলে এখন সুপারস্টার। তিনি নিজের কাজ থামাননি। এঁরাই হলেন আসল হিরো। সম্মান জানিয়ে বলেন পরিচালক রাজামৌলি।

5 / 6
যশের বাবার বাস চালানোর ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যশের হাতে বর্তমানে একাধিক ভাল ছবির কাজ রয়েছে। আগামীতে কোন ছবি আর কোন চরিত্রে দেখা যাবে তাঁকে, তা এখনই স্পষ্ট নয়। তবে কেজিএফ ৩-র খবর পাওয়ার অপেক্ষায় এখন দিন গুনছে ভক্তমহল।

যশের বাবার বাস চালানোর ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যশের হাতে বর্তমানে একাধিক ভাল ছবির কাজ রয়েছে। আগামীতে কোন ছবি আর কোন চরিত্রে দেখা যাবে তাঁকে, তা এখনই স্পষ্ট নয়। তবে কেজিএফ ৩-র খবর পাওয়ার অপেক্ষায় এখন দিন গুনছে ভক্তমহল।

6 / 6
Follow Us: