Rajat Patidar: পারিবারিক ব্যবসার ভার কাঁধে না তুলে, ২২ গজকে বেছে নেওয়া রজতকে চেনেন?

IND vs NZ: আজ, বুধবার টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগেই পিঠের চোট ছিটকে দিয়েছে মিডল অর্ডারের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে। তাঁর বদলি হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রজত পাতিদার (Rajat Patidar)। এই ক্রিকেটারকে চেনেন?

| Edited By: | Updated on: Jan 18, 2023 | 7:00 AM
মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারে জন্ম রজত পাতিদারের (Rajat Patidar)। তাঁদের পাইপের ব্যবসা ছিল। যে কারণে রজতের বাবা-মা চেয়েছিলেন যে তাঁদের ছেলে ভবিষ্যতে পারিবারিক ব্যবসায় যোগ দিক। (ছবি-পিটিআই)

মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারে জন্ম রজত পাতিদারের (Rajat Patidar)। তাঁদের পাইপের ব্যবসা ছিল। যে কারণে রজতের বাবা-মা চেয়েছিলেন যে তাঁদের ছেলে ভবিষ্যতে পারিবারিক ব্যবসায় যোগ দিক। (ছবি-পিটিআই)

1 / 8
রজতের কোনও কালেই পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার আগ্রহ ছিল না। যেমন ভাবা তেমন কাজ। পছন্দের ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন রজত পাতিদার। (ছবি-পিটিআই)

রজতের কোনও কালেই পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার আগ্রহ ছিল না। যেমন ভাবা তেমন কাজ। পছন্দের ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন রজত পাতিদার। (ছবি-পিটিআই)

2 / 8
মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন ২৯ বছরের ডান হাতি ব্যাটার রজত পাতিদার। ২০১৮-১৯ মরসুমের রঞ্জি রজতের জন্য স্মরণীয়। সে বার তিনি মধ্যপ্রদেশের হয়ে আট ম্যাচে ৫৪.৮৪ গড়ে ৭১৩ রান করেছিলেন।  (ছবি-পিটিআই)

মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন ২৯ বছরের ডান হাতি ব্যাটার রজত পাতিদার। ২০১৮-১৯ মরসুমের রঞ্জি রজতের জন্য স্মরণীয়। সে বার তিনি মধ্যপ্রদেশের হয়ে আট ম্যাচে ৫৪.৮৪ গড়ে ৭১৩ রান করেছিলেন। (ছবি-পিটিআই)

3 / 8
২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রজত পাতিদারের। তার এক মাস পর, লিস্ট-এ কেরিয়ারও শুরু হয় রজতের। (ছবি-পিটিআই)

২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রজত পাতিদারের। তার এক মাস পর, লিস্ট-এ কেরিয়ারও শুরু হয় রজতের। (ছবি-পিটিআই)

4 / 8
বোলার হিসেবে কেরিয়ার শুরু করা রজত একটা সময় সিদ্ধান্ত বদলে ব্য়াটিংয়ে ফোকাস করেন। অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তির টুর্নামেন্টের পর তিনি বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মন দেন। (ছবি-পিটিআই)

বোলার হিসেবে কেরিয়ার শুরু করা রজত একটা সময় সিদ্ধান্ত বদলে ব্য়াটিংয়ে ফোকাস করেন। অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তির টুর্নামেন্টের পর তিনি বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মন দেন। (ছবি-পিটিআই)

5 / 8
রজত পাতিদার এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন, তেমনটা নয়। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার ফলে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন রজত। যদিও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। (ছবি-রজত পাতিদার ইন্সটাগ্রাম)

রজত পাতিদার এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন, তেমনটা নয়। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার ফলে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন রজত। যদিও তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। (ছবি-রজত পাতিদার ইন্সটাগ্রাম)

6 / 8
২০২১ সালে আইপিএলে আরসিবির জার্সিতে অভিষেক হয় রজতের। এখনও অবধি আইপিএলে ১২টি ম্যাচে ৪০৪ রান করেছেন রজত। উল্লেখ্য, ২০২২ সালের আইপিএলের নিলামে জায়গা হয়নি রজতের। আরসিবির লুভনিথ সিসোদিয়া চোট পাওয়ায় ভাগ্য খুলে যায় রজতের। (ছবি-টুইটার)

২০২১ সালে আইপিএলে আরসিবির জার্সিতে অভিষেক হয় রজতের। এখনও অবধি আইপিএলে ১২টি ম্যাচে ৪০৪ রান করেছেন রজত। উল্লেখ্য, ২০২২ সালের আইপিএলের নিলামে জায়গা হয়নি রজতের। আরসিবির লুভনিথ সিসোদিয়া চোট পাওয়ায় ভাগ্য খুলে যায় রজতের। (ছবি-টুইটার)

7 / 8
এর পর গত আইপিএলে ৮ ম্যাচে খেলে ৩৩৩ রান করেন রজত। যার মধ্যে ছিল একটি শতরান ও ২টি অর্ধশতরান। বিশেষ উল্লেখ্য, এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজতের ৫৪ বলে ১১২ রানের ইনিংসটি। (ছবি-টুইটার)

এর পর গত আইপিএলে ৮ ম্যাচে খেলে ৩৩৩ রান করেন রজত। যার মধ্যে ছিল একটি শতরান ও ২টি অর্ধশতরান। বিশেষ উল্লেখ্য, এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রজতের ৫৪ বলে ১১২ রানের ইনিংসটি। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: