Bikini Look: অন্তর্বাস বিজ্ঞাপনে নয়া অবতারে সামান্থা! ইন্সটার ছবি ঘিরে উত্তাল উত্তর থেকে দক্ষিণ

Samantha Ruth Prabhu: পুষ্পা সিনেমার আইটেম গানে বোল্ড নাচের জন্য সামান্থা প্রভু এখন সারা ভারতে বেশ পরিচিত মুখ। তবে এই সিনেমার পরই ফ্যাশন দুনিয়ায় বেশ ঘন ঘন দেখা যায় তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকাকে। ইন্সটাতে মাঝে মাঝেই সাহসী পোশাকের ছবি দেন সামান্থা।

| Edited By: | Updated on: Jun 08, 2022 | 9:57 PM
 সম্প্রতি এক নয়া লুকে দেখা গেল দক্ষিণী অভিনেত্রীকে। একটি অন্তর্বাস সংস্থার বিজ্ঞাপন সামান্থার নয়া লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি এক নয়া লুকে দেখা গেল দক্ষিণী অভিনেত্রীকে। একটি অন্তর্বাস সংস্থার বিজ্ঞাপন সামান্থার নয়া লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

1 / 6
ইন্সটাতে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে সামান্থা রুথ প্রভুকে। বারবেরি বিকিনি সংস্থার বিজ্ঞাপনে একটি কালো রঙের বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।

ইন্সটাতে প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে সামান্থা রুথ প্রভুকে। বারবেরি বিকিনি সংস্থার বিজ্ঞাপনে একটি কালো রঙের বিকিনি পরে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।

2 / 6
একটি ছবিতে দেখা গিয়েছে, কালো রঙের বিকিনি পরে ছেন। তার চারপাশে সংস্থার ভিনটেজ লুকে দিতে চেক প্যাটার্নও রয়েছে। নীচের অংশে হলুদ রঙের একটি ট্রাউজার্স পরেছেন। বারবেরির জন্য সামান্থা সংস্থার  ভিনটেজ চেক ট্রিম টু-পিস সুইমস্যুট বেছে নিয়েছিলেন সামান্থা।

একটি ছবিতে দেখা গিয়েছে, কালো রঙের বিকিনি পরে ছেন। তার চারপাশে সংস্থার ভিনটেজ লুকে দিতে চেক প্যাটার্নও রয়েছে। নীচের অংশে হলুদ রঙের একটি ট্রাউজার্স পরেছেন। বারবেরির জন্য সামান্থা সংস্থার ভিনটেজ চেক ট্রিম টু-পিস সুইমস্যুট বেছে নিয়েছিলেন সামান্থা।

3 / 6
অন্যদিকে একই লুকে, বক্ষ বিভাজিকার মাঝে কমলা রঙের একটি হ্যান্ডব্যাগ নিয়ে পোজ দিয়েছেন। এই ছবিটি ইতোমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন।

অন্যদিকে একই লুকে, বক্ষ বিভাজিকার মাঝে কমলা রঙের একটি হ্যান্ডব্যাগ নিয়ে পোজ দিয়েছেন। এই ছবিটি ইতোমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন।

4 / 6
ইন্সটাগ্রামে দেওয়া দুটি ছবিই নেটপাড়ায় ঝড় তুলেছে । এবার আসা যাক এই বিকিনি স্যুটটির দাম কত? ঘাড়ে ও পিঠে বাধা এই বিকিনিটির নরম কাপ তৈরি করা হয় পর্তুগালে। যার দাম প্রায় ৩৩হাজার টাকা।

ইন্সটাগ্রামে দেওয়া দুটি ছবিই নেটপাড়ায় ঝড় তুলেছে । এবার আসা যাক এই বিকিনি স্যুটটির দাম কত? ঘাড়ে ও পিঠে বাধা এই বিকিনিটির নরম কাপ তৈরি করা হয় পর্তুগালে। যার দাম প্রায় ৩৩হাজার টাকা।

5 / 6
সামান্থার এমন হট লুকে চুপ করে থাকেননি অনুষ্কা শর্মা। তিনি পোস্ট কমেন্টও করেছেন। তবে সামান্থাই প্রথম নন, খুশি কাপুর, কিম কার্দাশিয়ানের মত সেলেব্রিটিদেরও প্রথম পছন্দ এই বিলাসবহুল বিকিনি সেট।

সামান্থার এমন হট লুকে চুপ করে থাকেননি অনুষ্কা শর্মা। তিনি পোস্ট কমেন্টও করেছেন। তবে সামান্থাই প্রথম নন, খুশি কাপুর, কিম কার্দাশিয়ানের মত সেলেব্রিটিদেরও প্রথম পছন্দ এই বিলাসবহুল বিকিনি সেট।

6 / 6
Follow Us: