Controversy: স্কুলজীবনেই করিনা অন্তঃসত্ত্বা থেকে শাহরুখের গোপন বিয়ে, বিতর্কে যখন কলঙ্কিত বলিউড

Gossip: সেলিব্রিটি মানেই কোথাও গিয়ে যেন চেনা সমীকরণেই ফিরে আসে বিতর্ক বারে বারে। কখনো ছবি কখনো আবার উঠে এসেছে ব্যক্তিগত নানা অধ্যায়।

| Edited By: | Updated on: Jun 09, 2022 | 7:42 PM
এই শো ঘিরে একাধিকবার চর্চা ওঠে তুঙ্গে। কখনও সেলেবদের বিস্ফোরক মন্তব্য, কখনও আবার সম্পর্ক। করণ নিজেই অপছন্দের পাত্রদের নিয়ে মাঝে মধ্যেই ট্রোল ও সমালোচনা করে থাকেন। যার শিকার হয়েছিলেন একবার খোদ সুশান্ত সিং রাজপুত।

এই শো ঘিরে একাধিকবার চর্চা ওঠে তুঙ্গে। কখনও সেলেবদের বিস্ফোরক মন্তব্য, কখনও আবার সম্পর্ক। করণ নিজেই অপছন্দের পাত্রদের নিয়ে মাঝে মধ্যেই ট্রোল ও সমালোচনা করে থাকেন। যার শিকার হয়েছিলেন একবার খোদ সুশান্ত সিং রাজপুত।

1 / 6
গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।

গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।

2 / 6
কারিনা কাপুর খান, যার জীবনে একাধিক অধ্যায়ে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। তিনি নাকি স্কুলে পড়াকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এমনই গুঞ্জন আজও বলিউডে কান পাতলে শোনা যায়।

কারিনা কাপুর খান, যার জীবনে একাধিক অধ্যায়ে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। তিনি নাকি স্কুলে পড়াকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এমনই গুঞ্জন আজও বলিউডে কান পাতলে শোনা যায়।

3 / 6
শাহরুখ খান বরাবরই নিজের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। যার মধ্যে অন্যতম তাঁর সংসার জীবন। শাহরুখের কথায় পরিবার যেভাবে আগলে রেখেছেন গৌরী, তার জন্য তিনি কৃতজ্ঞ। ব্যস্ততার জন্য অনেক কিছুই করে উঠতে পারেন না তিনি।

শাহরুখ খান বরাবরই নিজের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। যার মধ্যে অন্যতম তাঁর সংসার জীবন। শাহরুখের কথায় পরিবার যেভাবে আগলে রেখেছেন গৌরী, তার জন্য তিনি কৃতজ্ঞ। ব্যস্ততার জন্য অনেক কিছুই করে উঠতে পারেন না তিনি।

4 / 6
কারিনা কাপুর খান, যার জীবনে একাধিক অধ্যায়ে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। তিনি নাকি স্কুলে পড়াকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এমনই গুঞ্জন আজও বলিউডে কান পাতলে শোনা যায়।

কারিনা কাপুর খান, যার জীবনে একাধিক অধ্যায়ে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। তিনি নাকি স্কুলে পড়াকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। এমনই গুঞ্জন আজও বলিউডে কান পাতলে শোনা যায়।

5 / 6
আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে  খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

আর এবারও সেই একই ফ্রেমে বিতর্কিত মন্তব্য করে বসলেন কেআরকে। সাফ জানিয়ে দিলেন যে খানরা নিজেরাই নিজেদের পতনের কারণ। তাঁদের অহংকারই তাঁদেরকে শেষ করছে। বর্তমানে তাঁরা বুড়ো ও অহংকারী, আর এই সহজ বিষয়টাই বুঝতে পারছেন না বলেই দাবি করেন কেআরকে।

6 / 6
Follow Us: