Krunal Pandya: পান্ডিয়া পরিবারে আগমন ছোট্ট সদস্যের, খেলার সঙ্গী পেল অগস্ত্য

রবি দুপুরে সুখবর দিলেন পান্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রুণাল। পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ও স্ত্রী-সহ ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার।

| Edited By: | Updated on: Jul 24, 2022 | 3:08 PM
রবি দুপুরে সুখবর দিলেন পান্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রুণাল। পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ও স্ত্রী-সহ ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার।(ছবি:ইনস্টাগ্রাম)

রবি দুপুরে সুখবর দিলেন পান্ডিয়া পরিবারের বড় ছেলে ক্রুণাল। পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্রুণালের স্ত্রী পঙ্খুরি শর্মা। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ও স্ত্রী-সহ ছবি দিয়ে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন জাতীয় দলের অলরাউন্ডার।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
ছবিতে সদ্যোজাতের কপালে চুমু এঁকে দিচ্ছেন ক্রুণাল। বাবা-ছেলের ভালোবাসার মুহূর্ত উপভোগ করলেন সদ্য মা পঙ্খুরি। ছেলের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দু'জনে। কবীর ক্রুণাল পান্ডিয়া।(ছবি:ইনস্টাগ্রাম)

ছবিতে সদ্যোজাতের কপালে চুমু এঁকে দিচ্ছেন ক্রুণাল। বাবা-ছেলের ভালোবাসার মুহূর্ত উপভোগ করলেন সদ্য মা পঙ্খুরি। ছেলের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দু'জনে। কবীর ক্রুণাল পান্ডিয়া।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
হার্দিকের ছেলে অগস্ত্য এখন বিগ ব্রাদার। ১ বছরের অগস্ত্য পেল নতুন খেলার সঙ্গী।(ছবি:ইনস্টাগ্রাম)

হার্দিকের ছেলে অগস্ত্য এখন বিগ ব্রাদার। ১ বছরের অগস্ত্য পেল নতুন খেলার সঙ্গী।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
২০১৭ সালে মডেল পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুণাল। বিয়ের প্রায় পাঁচ বছর পর ক্রুণাল-পঙ্খুরির কোল আলো করে এল সন্তান।(ছবি:ইনস্টাগ্রাম)

২০১৭ সালে মডেল পঙ্খুরি শর্মাকে বিয়ে করেন ক্রুণাল। বিয়ের প্রায় পাঁচ বছর পর ক্রুণাল-পঙ্খুরির কোল আলো করে এল সন্তান।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
নতুন সদস্যের আগমনে পান্ডিয়া পরিবারে এখন খুশির ছোঁয়া। ছোট্ট কবীরকে দেখতে তড়িঘড়ি ছুটি কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন হার্দিক-নাতাশাও।(ছবি:ইনস্টাগ্রাম)

নতুন সদস্যের আগমনে পান্ডিয়া পরিবারে এখন খুশির ছোঁয়া। ছোট্ট কবীরকে দেখতে তড়িঘড়ি ছুটি কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন হার্দিক-নাতাশাও।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
Follow Us: